বিষয়বস্তুতে চলুন

পুণের প্রযুক্তিবিদ হত্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পুনের প্রযুক্তিবিদ হত্যা থেকে পুনর্নির্দেশিত)

পুনে প্রযুক্তিবিদ হত্যা হল ২০১৪ সালের ২ জুন সোমবার ২৪ বছর বয়সী একজন মুসলিম তরুন আইটি প্রফেশনাল (IT professional) কে সাম্প্রদায়ীক ঘৃণা বশত মারধর করে হত্যা করার ঘটনা। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রাষ্ট্র সেনার নেতা ধনন্জ্জয় দেশাইসহ মোট ২৫ জন সদস্যকে আটক করা হয়েছে।[] সিনিয়র পুলিশ অফিসারের মতে মুখে দাড়ি ও মাথায় টুপি থাকার জন্য তাকে মুসলিম হিসাবে চিহ্নিত করে হত্যা করা হয়।[] মৃত ব্যক্তির নাম মহসিন মহম্মদ সাদিক সেখ। [] মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা মহসিন পুনেতে একটি প্রাইভেট ফার্মে আইটি ম্যানেজার হিসাবে কাজ করতেন। রাত ৯টার সময় মসজিদ থেকে নামাজ পরে ফেরার পথে তার উপর আক্রমণ করা হয়।

এই ঘটনার পরেই ঐ এলাকায় সদস্যদের মধ্যে এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) দেওয়া-নেওয়া শুরু হয় যাতে লেখা ছিল Pahili wicket padli যার অর্থ প্রথম উইকেট পড়ে গেছে[][]

একাধিক মানবাধিকার ও এনজিও সংস্থা এই ঘটনার প্রতিবাদ করে দোষীদের শাস্তির দাবী তোলেন। যেহুতু মৃত মহসিন মহম্মদ সাদিক সেখ পরিবারের একমাত্র জীবিকার্জক ছিলেন তাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন ইত্যাদি সংগঠনগুলি শাস্তির পাশাপাশি উপযুক্ত ক্ষতিপুরণেরও দাবী তোলেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "17 men booked for Pune IT professional's murder"। ৭ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৪ 
  2. "Pune techie murder case: Another man was attacked by same gang the night Mohsin was killed"The Times of India। জুন ৬, ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪ 
  3. "Pune techie murder: Who is 'Bhai', chief of Hindu Rashtra Sena?"। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৪ 
  4. "Pune techie killed, SMS boasts of taking 'first wicket'"The Indian Express। জুন ৪, ২০১৪। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪ 
  5. "Attackers referred to murdered Muslim techie as 'first wicket'"Firstpost.com। জুন ৫, ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪ 
  6. "Protest against killing of Mohsin Shaikh"Twocircles.net। ৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪