পালাউ জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পালাউ
দলের লোগো
অ্যাসোসিয়েশনপালাউ ফুটবল অ্যাসোসিয়েশন
প্রধান কোচশন ওয়াকার
মাঠপালাউ জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডPLW
ওয়েবসাইটwww.sportingpulse.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (৬ এপ্রিল ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২৩৯ অপরিবর্তিত (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ২২২ (আগস্ট ১৯৯৮)
সর্বনিম্ন২৩৯ (সেপ্টেম্বর ২০১৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
ভানুয়াতু তাফেয়া ৬–২ পালাউ 
(অ্যাডিলেড, অস্ট্রেলিয়া; ২৭ মার্চ ১৯৮৭)
বৃহত্তম জয়
 পালাউ ৭–১ ইয়াপ 
(করর, পালাউ; ২৭ জুলাই ১৯৯৮)
 পালাউ ৭–১ পোনপেই 
(করর, পালাউ; ২৮ জুলাই ১৯৯৮)
বৃহত্তম পরাজয়
 পালাউ ২–১৫ গুয়াম 
(করর, পালাউ; ১ আগস্ট ১৯৯৮)

পালাউ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Palau national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পালাউয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম পালাউয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পালাউ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করেনি। ১৯৮৭ সালের ২৭শে মার্চ তারিখে, পালাউ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত উক্ত ম্যাচে পালাউ তাফেয়ার কাছে ৬–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৪,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট পালাউ জাতীয় স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় পালাউয়ের কররে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শন ওয়াকার

ফিফা এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে পালাউ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং ওএফসি নেশন্স কাপে অংশগ্রহণ করতে পারেনি।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পালাউয়ের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে পালাউয়ের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২২২তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৯। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২৩৭ অপরিবর্তিত  মার্কিন সামোয়া ৪৭৩
২৩৮ অপরিবর্তিত  উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ৪০৪
২৩৯ অপরিবর্তিত  পালাউ ৪০৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]