বিষয়বস্তুতে চলুন

মার্কিন সামোয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কিন সামোয়া
দলের লোগো
ডাকনামএলাকার ছেলে
অ্যাসোসিয়েশনমার্কিন সামোয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশনওএফসি (ওশেনিয়া)
প্রধান কোচতুনোয়া লুই
অধিনায়কনিকি সালাপু
সর্বাধিক ম্যাচনিকি সালাপু (২২)
শীর্ষ গোলদাতাস্যামুয়েল হ্যাওয়ার্ড (৩)[]
মাঠপাগো পার্ক ফুটবল স্টেডিয়াম
ফিফা কোডASA
ওয়েবসাইটwww.ffas.as
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৮৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৬৪ (অক্টোবর ২০১৫)
সর্বনিম্ন২০৫ (মে ২০০৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২৪১ হ্রাস ২ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৮৮ (আগস্ট ১৯৮৩)
সর্বনিম্ন২৩৮ (আগস্ট ২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 টোঙ্গা ৩–০ মার্কিন সামোয়া 
(রারোটোঙ্গা, কুক দ্বীপপুঞ্জ; ২ সেপ্টেম্বর ১৯৯৮)
বৃহত্তম জয়
 মার্কিন সামোয়া ২–০ কুক দ্বীপপুঞ্জ 
(আপিয়া, সামোয়া; ৪ সেপ্টেম্বর ২০১৫)
বৃহত্তম পরাজয়
 অস্ট্রেলিয়া ৩১–০ মার্কিন সামোয়া 
(কফস হার্বার, অস্ট্রেলিয়া; ১১ এপ্রিল ২০০১)

মার্কিন সামোয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: American Samoa national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মার্কিন সামোয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মার্কিন সামোয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মার্কিন সামোয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৮ সালের ২রা সেপ্টেম্বর তারিখে, মার্কিন সামোয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কুক দ্বীপপুঞ্জের রারোটোঙ্গায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে মার্কিন সামোয়া পশ্চিম সামোয়ার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট পাগো পার্ক ফুটবল স্টেডিয়ামে এলাকার ছেলে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মার্কিন সামোয়ার রাজধানী পাগো পাগোতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তুনোয়া লুই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন গোলরক্ষক নিকি সালাপু[]

মার্কিন সামোয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, ওএফসি নেশন্স কাপেও মার্কিন সামোয়া এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

নিকি সালাপু, উয়াসিলা হেলেতা, রামিন অট, স্যামুয়েল হ্যাওয়ার্ড এবং জাস্টিন মানাওয়ের মতো খেলোয়াড়গণ মার্কিন সামোয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মার্কিন সামোয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৬৪তম) অর্জন করে এবং ২০০৬ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মার্কিন সামোয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮৮তম (যা তারা ১৯৮৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৮৬বৃদ্ধি  সামোয়া৮৯৬.৭৮
১৮৭হ্রাস  মাকাও৮৯৬.৬২
১৮৮অপরিবর্তিত  মার্কিন সামোয়া৮৯০.৯৭
১৮৯অপরিবর্তিত  লাওস৮৮৯.৬২
১৯০অপরিবর্তিত  মঙ্গোলিয়া৮৮৯.১৬
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২৩৯বৃদ্ধি  উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ৪৩৪
২৪০বৃদ্ধি  পালাউ৪০৩
২৪১হ্রাস  মার্কিন সামোয়া৩৭৭

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি৫৭
জার্মানি ২০০৬৩৪
দক্ষিণ আফ্রিকা ২০১০৩৮
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১৮১৪১১১৩৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Soccer: the Ultimate Guide। Penguin। ১৯ এপ্রিল ২০১০। পৃ. ১০৯। আইএসবিএন ৯৭৮০৭৫৬৬৭৩২১৫। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  3. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  4. "American Samoa men's National Team ready to play"Football Federation American Samoa। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]