বিষয়বস্তুতে চলুন

পার্থসারথি দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পার্থসারথি দেব
পার্থসারথি দেব
জন্ম১৯৫৬
কলকাতা, পশ্চিমবঙ্গ
মৃত্যু২২ মার্চ ২০২৪(2024-03-22) (বয়স ৬৭–৬৮)
কলকাতা,পশ্চিমবঙ্গ
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীবিনীতা দেব বন্দ্যোপাধ্যায় (বিচ্ছেদ ২০১৮)
সন্তান১ কন্যা

পার্থসারথি দেব ( ১৯৫৬— ২২ মার্চ ২০২৪) ভারতের বাংলা চলচ্চিত্রটেলিভিশনের এক বিশিষ্ট অভিনেতা।[] ছোট পর্দায় তিনি সত্যজিতের গপ্পো ধারাবাহিকের জন্য বিশেষ জনপ্রিয় হন। তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি ছিলেন।[] বাংলা ছাড়াও তিনি হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন।

প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন

[সম্পাদনা]

পার্থসারথি দেবের জন্ম ১৯৫৬ খ্রিস্টাব্দে কলকাতায়।[] চল্লিশ বছরেরও বেশি কর্মজীবনে[] তিনি দুই শতাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন । তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি ছিলেন।[] প্রবীণ অভিনেতা পার্থসারথি দেব মূলত বাংলায় কাজ করেছেন, তবে হিন্দি ও অন্যান্য ভাষায়ও তার কাজ ডাবিং হয়েছে। তিনি ১৯৮১ খ্রিস্টাব্দে ছোট গোকুলপুরের যাত্রী দিয়ে ভারতীয় সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। তারপর একে একে 'সত্যজিৎর গপ্পো' , 'সোনার কেল্লা' , 'মহাপৃথিবী' , 'হৃদয়ের কথা' , 'জয়ী' , 'চুনি পান্না' , 'মিঠাই' , 'প্রেম আমার' , 'কাকাবাবু হেরে গেলেন', 'লাঠি' ও 'বগলা মামা জুগ জুগ জিয়ো' প্রভৃতি ছবিতে সফল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন।[] তার শেষ অভিনীত ছায়াছবি ছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি "রক্তবীজ"।[]

ব্যক্তিগত জীবন এবং মৃত্যু

[সম্পাদনা]

পার্থসারথি দূরদর্শনের রূপটানশিল্পী বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিবাহ করেছিলেন। তাদের একটি কন্যাসন্তান হয়। পরে ২০১৮ খ্রিস্টাব্দে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[] ২০২১ খ্রিস্টাব্দে পার্থসারথি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর দীর্ঘদিন সিওপিডি'র সমস্যায় ভুগছিলেন। নিউমোনিয়া ধরা পড়লে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। ২০২৪ খ্রিস্টাব্দের ২২ মার্চ শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ মার্চ শনিবার তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।[]

নির্বাচিত ফিল্মগ্রাফি

[সম্পাদনা]
  • ছোট গোপালপুরের যাত্রী (১৮৮১)
  • সোনার কেল্লা
  • মহাপৃথিবী
  • হৃদয়ের কথা
  • শুধু তুমি
  • শক্তি (২০০৪)
  • মেমসাহেব (২০১৭)
  • বিপর্যয় (২০১৭)
  • কল্পতরু (২০১৮)
  • আমি তোমাকে ভালবাসি (২০১৮)
  • জয়ী (২০১৯)
  • মন খারাপের ওষুধ (২০২১)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, ৪৩ দিনের লড়াই শেষ হাসপাতালেই, শোকস্তব্ধ টলিউড"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৩ 
  2. দেশ সাহিত্য পত্রিকা|সম্পাদক=সুমন সেনগুপ্ত|প্রকাশনার-তারিখ=২০২৪-০৪-০২|নামমাত্র কলমে প্রয়াণ|পৃষ্ঠা সমূহ=৮৯
  3. "Tollywood actor Partha Sarathi Deb no more"The Daily Star। ২৩ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  4. "Veteran Bengali actor Partha Sarathi Deb dies at 68"www.livemint.com। ২৩ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  5. "Partha Sarathi Deb (Overview)"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৩ 
  6. "Tollywood: গুরুতর অসুস্থ পার্থসারথি দেব হাসপাতালে, দেখতে গেলেন প্রাক্তন স্ত্রী বিনীতা?"aajkaal.in। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]