পায়ু ফোঁড়ানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পায়ু ফোঁড়ানো
অবস্থানপায়ু
গহনাবন্দী পুঁতির আংটি, বারবেল

পায়ু ফোঁড়ানো করা হল মানুষের মলদ্বারের আশেপাশের অংশে, সাধারণত পেরিনিয়ামে শরীর ফোঁড়ানো[১]

নাম থাকা সত্ত্বেও, মলদ্বারের স্ফিঙ্কটারের ছিদ্র করা খুব বিরল, কারণ ক্ষত খালটি একবার সেরে গেলেও, মলদ্বারের মতো সংবেদনশীল জায়গায় একটি কার্যকরী পেশীর মাধ্যমে ছিদ্র করা ব্যথাদায়ক হতে পারে এবং ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে।

এমনকি আরও বেশি, এই এলাকায় একটি নতুন ছিদ্রকে সংক্রমণ থেকে নিরাপদ রাখা অত্যন্ত কঠিন, কারণ মলের মত পদার্থের অবিরত উপস্থিতি। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Elayne Angel (১৬ ফেব্রুয়ারি ২০১১)। The Piercing Bible: The Definitive Guide to Safe Body Piercing। Potter/TenSpeed/Harmony। পৃষ্ঠা 25–। আইএসবিএন 978-0-307-77791-1 

বহিঃসংযোগ[সম্পাদনা]