নেফারতিতি ফোঁড়ানো
অবয়ব
নেফারতিতি ফোঁড়ানো | |
---|---|
অবস্থান | ক্লিটোরাল হুড, ঠোঁট |
গহনা | নমনীয় বার |
নেফারতিতি ফোঁড়ানো হল মহিলাদের যৌনাঙ্গ ফোঁড়ানো যা একটি ভগাঙ্কুরের ফণা ফোঁড়ানো [১] ও ক্রিস্টিনা ফোঁড়ানোর সংমিশ্রণ। গয়না যে পরিমাণ টিস্যুর মধ্য দিয়ে যায় তাতে নিরাময়ে দীর্ঘ সময় লাগতে পারে। নমনীয় বারগুলি পেশাদার ফোড়নদার কর্তৃক সুপারিশ করা হয় কারণ এত মাংসের মধ্য দিয়ে ছিদ্র করার সময় চাপ দেওয়া যেতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Pitts-Taylor, Victoria, সম্পাদক (২০০৮)। Cultural Encyclopedia of the Body। 2: M-Z। Greenwood। পৃষ্ঠা 233। আইএসবিএন 978-0313341458।