পাড়ি পাড়ি লেচে মনসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাড়ি পাড়ি লেচে মনসু
পরিচালকহনু রাঘবপুদি
প্রযোজকপ্রসাদ ছুক্কারপল্লি
সুধাকর ছেরুকুরি
রচয়িতাহনু রাঘবপুদি
শ্রেষ্ঠাংশে
সুরকারবিশাল চন্দ্রশেখর
চিত্রগ্রাহকজয় কৃষ্ণ গুম্মাদি
সম্পাদকএ. শ্রীকর প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ সিনেমা
মুক্তি
  • ২১ ডিসেম্বর ২০১৮ (2018-12-21)
দৈর্ঘ্য১৫৬ মিনিট
দেশভারত
ভাষাতেলেগু

পড়ি পড়ি লেচে মনসু (অনু. ক্রমাগত উত্থান-পতনরত একটি হৃদয়) একটি ২০১৮ সালের তেলেগু ভাষায় প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। ছবিটিতে শরবানন্দ এবং সাই পল্লবী অভিনয় করেছেন প্রিয়া রমন, সম্পদ রাজ, কল্যাণী নটরাজন, মুরালি শর্মা, প্রিয়দর্শী এবং সুনীল সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন।

বিশাল চন্দ্রশেখরের সঙ্গীত পরিচালনা করেছেন জে কে এবং সম্পাদনা করেছেন এ. শ্রীকর প্রসাদ। ২০১৭ সালের ডিসেম্বরে ছবিটি চূড়ান্ত হয় এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তার শুটিং শুরু হয়। ২১ ডিসেম্বর ২০১৮ এ মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সমালোচকদের পর্যালোচনার জন্য উন্মুক্ত হয়। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]