পাখি হেগড়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাখি হেগড়ে
২০১২ সালে হেগড়ে, শ্রীমতি নেতাজি ফিল্ম মোহড়া
জন্ম (1985-06-07) ৭ জুন ১৯৮৫ (বয়স ৩৮)[১]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৪–বর্তমান
সন্তান

পাখি হেগড়ে হলেন মুম্বইয়ের একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি ধারাবাহিক, ভোজপুরি, তুলু এবং মারাঠি ছবিতে অভিনয় করে থাকেন।


কর্মজীবন[সম্পাদনা]

পাখি হেগড়ে তুলুভা, ম্যাঙ্গালোর থেকে এসেছেন তিনি প্রথমে ম্যায় বানুঙ্গি মিস ইন্ডিয়া নামে একটি ডেইলি সোপে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[২]

তিনি মনোজ তিওয়ারি এর সাথে "ভাইয়া হামার দয়াবান", "পরমবীর পরশুরাম" এবং "গঙ্গা যমুনা সরস্বতী",[৩]পবন সিংয়ের সঙ্গে 'পেয়ার মহব্বত জিন্দাবাদ' এবং 'দেবর ভাবী' চলচ্চিত্রে অভিনয় করেন।[৪][৫]

হেগড়ে "গঙ্গা দেবী" ছবিতে বলিউড এর মহাপুরুষ অভিনেতা অমিতাভ বচ্চন এর সাথে অভিনয় করেছিলেন।[৬]

তিনি সয়াজি শিন্দে এর সাথে মারাঠি চলচ্চিত্র সাত না গাট-এ অভিনয় করেছিলেন এবং মহেশ মাঞ্জরেকর এর সাথেও তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একটি তুলু বানগর্দা কুরাল চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

তার আশনা হেগড়ে এবং খুশি হেগডে নামে দুটি কন্যা সন্তান রয়েছে এবং তারা মুম্বাইতে বসবাস করছেন।

অভিনয় জগত[সম্পাদনা]

বছর সিনেমা ভাষা
২০০৬ এক আউর শপথ ভোজপুরি
২০০৭ ক্যায়ছি কাহি কি তোহারা সে প্যায়ার হো গিল ভোজপুরি
২০০৮ নিরহুয়া রিকশাওয়ালা ভোজপুরি
২০০৮ পরিবার ভোজপুরি
২০০৮ খিলাদি নাম্বার ওয়ান ভোজপুরি
২০০৯ নিরহুয়া কি প্রেম কি রোগ ভিল ভোজপুরি
২০০৯ প্রতিজ্ঞা ভোজপুরি
২০১০ নিরহুয়া নাম্বার ওয়ান ভোজপুরি
২০১০ শিবা ভোজপুরি
২০১০ সাত সাহেলিয়া ভোজপুরি
২০১০ আজ কে করণ অর্জুন ভোজপুরি
২০১০ দিল ভোজপুরি
২০১০ হামারা মাটি মে দুম বা ভোজপুরি
২০১১ মেয় নাগিন তু নাগিনা ভোজপুরি
২০১১ দুশনী ভোজপুরি
২০১১ নিরহুয়া চালাল শ্বাশুরাল ভোজপুরি
২০১১ নিরহুয়া মালি ভোজপুরি
২০১২ গঙা যমুনা স্বরসতী ভোজপুরি
২০১২ দিওয়ানা ভোজপুরি
২০১২ আখেরি রাস্তা ভোজপুরি
২০১২ দাগ ভোজপুরি
২০১২ খুন পাসিনা ভোজপুরি
২০১২ ভাই হামার দয়াবান ভোজপুরি
২০১২ গঙা দেবী ভোজপুরি
২০১২ বঙ্গরাধা কুরাল তেলেগু[৭]
২০১৩ আখেরি বলবান ভোজপুরি
২০১৩ সাত না গাত মারাঠি
২০১৩ পবন পুরভাইয়া ভোজপুরি
২০১৩ পরমবীর পরশুরাম ভোজপুরি
২০১৩ হান্টার ওয়ালী ভোজপুরি
২০১৪ লোফার ভোজপুরি
২০১৪ মৌয়ালি ভোজপুরি
২০১৪ খুন বাহরি হামার ম্যাঙ ভোজপুরি
২০১৪ লাহিডীয়া লুটে আইয়ে রাজা ভোজপুরি
২০১৪ আওলাদ ভোজপুরি
২০১৪ মায়নে দিল তুজ কে দিয়া ভোজপুরি
২০১৪ পেয়ার মহব্বত জিন্দাবাদ ভোজপুরি
২০১৪ দেবর ভাবী ভোজপুরি
২০১৪ জানে দুশমন ভোজপুরি
২০১৪ নিরহুয়া হিন্দুস্তানি ভোজপুরি
২০১৪ দেবরা ভাইল দিওয়ানা ভোজপুরি
২০১৪ আ বলমা বিহার ওয়ালা-২ ভোজপুরি
২০১৪ গুলাবি মারাঠি
২০১৫ দুশমনি ভোজপুরি
২০১৫ গোলা বারুদ ভোজপুরি
২০১৫ মোকাবেলা ভোজপুরি
২০১৫ কুদেসান (উইমেন ফ্রোম দ্য ইস্ট) পাঞ্জাবি
২০১৫ কালা সাচ -দ্য ব্ল্যাক ট্রুথ হিন্দি
২০১৬ নেতি ভিজেথালু তেলেগু
২০১৬ রানী দিলবর জনি ভোজপুরি
২০১৬ বলমা বিহার ওয়ালা ২ ভোজপুরি
২০১৭ আখেরি ফয়সালা ভোজপুরি
২০১৭ পবন রাজা ভোজপুরি
২০১৯ বিবাহ ভোজপুরি

টেলিভিশন[সম্পাদনা]

বছর সিরিয়াল ভূমিকা টিভি চ্যানেল
২০০৪–২০০৭ মিস ইন্ডিয়া সুহানী সুহা ডিডি ন্যাশনাল
২০২২–২০২৩ রাজ্য মধুমালতী প্রতাপ সিং ঠাকুর স্টার প্লাস

পুরুস্কার[সম্পাদনা]

বছর পুরস্কার ক্যাটাগরি চলচ্চিত্র/সিরিজ
২০১৪ রেড এফএম টুলু ফিল্ম অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী কুরাল পাশ [৮]
২০১৫ টুলু ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী কুরাল পাশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pakkhi Hegde celebrates birthday with friends and family, pens heartfelt note - Pic Inside - Times of India"The Times of India 
  2. "No time for love: Pakhi Hegde - Times of India"The Times of India 
  3. "Pakhi, Rani and Rinku in Ganga Jamna Saraswati - Times of India"The Times of India 
  4. "Pawan Singh and Pakhi Hegde in Pyar Mohabbat Zindabaad - Times of India"The Times of India 
  5. "Rikshawala I Love You breaks all box office record - Times of India"The Times of India 
  6. "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates"News18। ৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Bangarda Kural: A mix of stunts, comedy and sentiments"The Hindu। ২৮ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬ 
  8. "Tulu movie awards: 'Oriyardori Asal' best film; Lifetime Achievement Award for K N Tailor"। Daijiworld.com। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]