পাঁচবিবি এল. বি. পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাঁচবিবি এল. বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
পাঁচবিবি বয়েজ হাই স্কুল
অবস্থান
মানচিত্র

,
৫৯১০

বাংলাদেশ
তথ্য
নীতিবাক্যজ্ঞানের নাও এবং সবাইকে বিলিয়ে দাও
প্রতিষ্ঠাকাল১৯০৪
প্রতিষ্ঠাতাজমিদার লাল বিহারী।
ইআইআইএন১২১৯৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমো.নজরুল ইসলাম
শ্রেণী৬-১০
লিঙ্গছেলে
বয়সসীমা১১-১৬
শিক্ষার্থী সংখ্যা৬০০
ভাষাবাংলা
ডাকনামপাইলট

পাঁচবিবি এল. বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলারং পাঁচবিবি উপজেলার একটি সরকারি বিদ্যালয়। [১] এই বিদ্যালয়টি জেলার একটি অন্যতম বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯০৪ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

১৯২৫ সালে মাইনর স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়।১৯৪০ সালে উচ্চ বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে এটি। বর্তমান এনএম উচ্চ বিদ্যালয় থেকে স্থানান্তরিত হয়ে নিজ ভবনে আসে। ১৯৮৭ সালে এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়। জমিদার লাল বিহারীর পৌত্র কুমুদ বিহারী মাতাইশ মঞ্জিলের বৈঠক খানায় বসে এই বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেন।

প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু বিরেন দত্ত, বর্তমান প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম, ছাত্র সংখ্যা-৪৫০, স্টাফ সংখ্যা ১৯।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Secondary Schools" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭