পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মঞ্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মঞ্চ (পিবিজিএম ) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজনৈতিক দল। পিজিএম ১৯৯৯ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর বহিষ্কৃত সদস্যদের দ্বারা গঠিত হয়েছিল। পিজিএম-এর আহ্বায়ক হলেন সুমন্ত হীরা, সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গের বিধানসভার প্রাক্তন সদস্য।

২০০১ রাজ্য বিধানসভা নির্বাচনে হীরা একমাত্র পিজিএম প্রার্থী হিসাবে তালতলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৫৫১ ভোট (০.৭%) পেয়েছেন। পরে দলটির নাম পরিবর্তন করে পিপলস রেভোলিউশনারি পার্টি অফ ইন্ডিয়া রাখা হয়।

ওসিপি ভারতীয় কমিউনিস্ট এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রের কনফেডারেশনে অংশগ্রহণ করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]