পল্লবী শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পল্লবী শর্মা
জন্ম (1997-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
পেশাঅভিনেত্রী

পল্লবী শর্মা একজন ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী। তিনি স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে 'জবা' চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০১৬ সাল থেকে তিনি কে আপন কে পর ধারাবাহিকে কাজ করা শুরু করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

উনার জন্ম ১৯৯৭ সালের, ৪ সেপ্টেম্বর মাসে। তিনি খুব অল্প বয়সে তার মাকে হারান, তখন তার বয়স ছিল মাত্র সাত। তিনি যখন স্কুলে দশম শ্রেণি তে পড়তেন, তখন তিনি তার বাবাকে হারান। তিনি কলকাতায় থাকেন।[৩][৪]

পেশাগত জীবন[সম্পাদনা]

তিনি সানন্দা টিভি-তে ‘নদের নিমাই’ ধারাবাহিকে 'লক্ষ্মীপ্রিয়া' চরিত্রটি তে অভিনয়ে করেছিলেন। তিনি দশম-একাদশ শ্রেণী তে পড়ার সময় ইটিভি বাংলা (কালার-স বাংলা) প্রচারিত 'দুই পৃথিবী' ধারাবাহিক এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তারপর আবার তিনি ২০১৬ সালে স্টার জলসা চ্যানেল এর 'কে আপন কে পর' ধারাবাহিক এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার বিপরীতে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।

তিনি বি. কম এ স্নাতক নিয়ে কলকাতার এক নামি কলেজে ভর্তি হন ২০১৫ সালে। তিনি 'কে আপন কে পর' ধারাবাহিক এর প্রধান চরিত্র 'জবা' চরিত্রে অভিনয় করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পপুলারিটি পেয়েছিলেন। ধারাবাহিক টি শেষ হয় ২০২০ সালে, তারপর তিনি বিরতি নেন। ২০২২ সালে তিনি আবার অভিনয় জগতে ফিরলেন, জী বাংলা চ্যানেল এর একটি ধারাবাহিক 'নিম ফুলের মধু'-র প্রধান চরিত্রে।

[৫]

তথ্যসূ‌‌ত্র[সম্পাদনা]

  1. "মেকআপ ছাড়া কেমন দেখায় 'জবা'-কে" 
  2. "জবার পাশে পরম, বিপদ কি তাতেও থেমে থাকবে?"। ৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন বোধহয় ভগবানই শক্তি দেন: পল্লবী"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  4. "Pallavi Sharma Age, Height, Weight, Wiki, Family and More"। ২০১৮-০১-৩১। ২০১৮-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ 
  5. "TV serial 'Ke Apon Ke Por' completes 2 years - Times of India"