পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১৯৬৬ |
প্রতিষ্ঠাতা | আবুল হাসানাত |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | আ ন ম নোমান |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ৮০০ |
ঠিকানা | পদুয়া , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১০৪৫৭৫ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন |
এমপিও সংখ্যা | ২২০১৪২৩০১ |
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৬৬ সালে মাওলানা মুহাম্মদ আবুল হাসানাত প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটির ফাজিল স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে এবং দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে।[১] মাদ্রাসাটির ফাজিল স্তর সর্বপ্রথম ২০০৬ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এরপরে ২০১৬ সালে মাদ্রাসাটি পুনরায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে স্থানান্তর করা হয়। বর্তমানে এটি কামিল স্তরে উন্নতি হয়েছে। এই মাদ্রাসার ইআইআইএন নাম্বার হলো ১০৪৫৭৫ এবং এমপিও নাম্বার হলো ২২০১৪২৩০১।[২][৩] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মোহাম্মদ আ ন ম নোমান।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গভর্নিং বডি – চট্টগ্রাম বিভাগের আলিয়া মাদ্রাসা – Islamic Arabic University"। iau.edu.bd। ২০২৪-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৭।
- ↑ "পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা"। সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২১।
- ↑ "Padua Aynul Uloom Darussunnah Fazil Madrasha ( EIIN 104575 ) - Eduportalbd.com"। locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭।
- ↑ "পদুয়া আইনুল উলুম দারুসুন্না কামিল (এম এ) মাদ্রাসার ২০২২ সনের আলিম পরীক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত"। notunbazar71.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২১।