নোবিতা নোবি
নোবিতা নোবি | |
---|---|
![]() | |
প্রথম উপস্থিতি | ডিসেম্বর ১৯৬৯ |
স্রষ্টা | ফুজিকো ফুজিও |
কণ্ঠ প্রদান | জাপানি: য়োশিকো ওঁতা (১৯৭৩), নোরিকো ওহারা ( ১৯৭৩ – মার্চ ২০০৫), Hiroko Maruyama (stand-in for Ohara), Megumi Ōhara (April 2005 – present) Makiko Ōmoto (2000; Teen), Mai Kadowaki (2005–2007; Teen) Kōzō Shioya (1984; Adult), Shingo Hiromori (1987–1990; Adult), Noriko Ohara (2000–2004; Adult), Tōru Ōkawa (2005; Adult), Hideyuki Hori (2006; Adult), Satoshi Tsumabuki (Stand by Me Doraemon; Adult) English: Johnny Yong Bosch |
তথ্য | |
ডাকনাম | নোবি |
লিঙ্গ | পুরুষ |
আত্মীয় | শিযুকা মিনামোতো (স্ত্রী) নবিসুকে নোবি (বাবা) টামাকো নোবি (মা) নোবিরউ নোবি (পৈতৃক চাচা/মামা) গোরো নোবি (চাচাতো) নোবে নোবি (চাচাতো) টামাও কাতাওকা (মামা) নবিরু নোবি (দাদা) নোবিতার দাদি (দাদি) মি. কাতাওকা (নানা) মিসেস কাতাওকা (দাদি) নোবিযাইমোন নোবি (পূর্বপুরুষ) Nobisaku Nobi (ancestor) Nobisuke Nobi (son) Nobisuke's son (grandson) Sewashi's father (great-grandson) Sewashi Nobi (great-great-grandson) Sewashi's cousin (great-great-grandniece) |
জাতীয়তা | জাপানি |
বয়স | ১০ |
জন্মদিন | আগস্ট ৭, ১৯৬১ (১৯৬৯) আগস্ট ৭ ১৯৬৪ (১৯৭৩) আগস্ট ৭, ১৯৭৩ (১৯৭৯) আগস্ট ৭ , ১৯৯৯(২০০৫) |
শহর | টোকিও |
নোবিতা নোবি (野比のび太 Nobi Nobita), অথবা ইংরেজি সংস্করণে নোবি ,[১] ডোরেমনের সাথে ডোরেমন সিরিজের প্রধান চরিত্র।[২] তার জন্ম ৭ আগস্টে আর তার রাশি সিংহ। সে চর্তুথ শ্রেণির ছাত্র। [৩] ( আনিমে সংস্করণে পঞ্চম শ্রেণির ছাত্র।)। সে টোকিওর নেরিমা ওয়ার্ডে বাস করে। নোবিতা নোবিসুকি নোবি আর তামাকো নোবির একমাত্র পুত্র।
Thinking you're not good and worthless is the worst thing you can do.
— নোবিতা নোবি
প্রাথমিক তথ্য[সম্পাদনা]
নোবিতা (জন্ম আগস্ট ৭, সিংহ রাশি) ডোরেমন সিরিজের একটি প্রধান চরিত্র। সে ইংরেজি ডাবে নোবি নামে পরিচিত। তার চুল কালো রঙের এবং সে একটি অলস বালক। তার বয়স ১০ বছর এবং সে ৪র্থ শ্রেণিতে পড়ে। তার শরীরের রং ফর্সা। সে চোখে চশমা এবং লাল বা হলুদ পোলো শার্ট ও নীল বা কালো হাফপ্যান্টের সাথে কালো বা নীল জুতা পরে। তার ব্যক্তিত্ব অন্য রকম। তার উচ্চতা ১৪০ সে.মি.। তার স্বভাব শিশুতোষ। সে খেলাধুলা পছন্দ করে না এবং দুর্বল হলেও বুদ্ধিমান। সে খুব সহজে ডোরেমনের গ্যাজেটগুলোর ব্যবহার বুঝে যায়।
নোবিতা একটি সরল বালক। সে দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। সে বিদ্যালয়ে দেরিতে যায়। সে পরীক্ষায় সাধারণত শূন্য পায়। তাই তার মা-বাবা ও শিক্ষক তাকে নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন। নোবিতা তার বিভিন্ন কাজের জন্য ডোরেমনের উপর নির্ভরশীল। সে প্রায়শই ডোরেমনের গ্যাজেটগুলো দিয়ে অন্যায় কাজ করে। সে অন্যের উপকার করতে পছন্দ করে। অনেক সময় উপকার করতে গিয়ে সে নিজেই বিপদে পড়ে।
নোবিতা শিজুকাকে পছন্দ করে এবং ভবিষ্যতে তাদের বিয়ে হয়। ডোরেমনের যেকোনো গ্যাজেট সে প্রথমে শিজুকাকে দেখায়। নোবিতার যেকোনো দুঃসময়ে শিজুকা তাকে সাহায্য করে। নোবিতা তার মা ও শিক্ষককে ভয় পায়। আর সে কুকুরকেও ভয় পায়।
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Doraemon Anime's Visual & Script Changes for U.S. TV Detailed" (). Anime News Network. May 11, 2014. Retrieved on November 17, 2014.
- ↑ http://www.giantbomb.com/nobita-nobi/3005-29697/
- ↑ "The Cuddliest Hero in Asia" (Archive). Time. Retrieved on November 17, 2014.