ফুজিকো ফুজিও
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (নভেম্বর ২০১৪) |
ফুজিকো ফুজিও ছিলেন মাঙ্গার দুই জন লেখক। তাদের আসল নাম হিরোশি ফুজিমোতো (১৯৩৩-১৯৯৬) এবং মোতো আবিকো (১৯৩৪ থেকে বর্তমান)। তারা ১৯৫১ সালে চুক্তি করে। ১৯৫৫ সালে তারা উভয়ে ফুজিকো ফুজিও নাম ব্যবহার করেন। ১৯৮৭ সালে তারা চুক্তি ভঙ্গ করে। তারা নানা রকম গল্পে ও অঙ্কন কাজে একই নাম ব্যবহার করলেও তাদের নামে হালকা পার্থক্য ছিল। আবিকো ব্যবহার করতেন ফুজিকো ফুজিও এ। আর ফুজিমোতো ব্যবহার করতেন ফুজিকো এফ. ফুজিও। তারা তাদের কর্মজীবনে প্রচুর পুরস্কার লাভ করেছে। যেটি ডোরেমনের জন্য। ডোরেমন সবচেয়ে বেশীদিন চলমান সিরিজ। ডোরেমন রচনার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। ডোরেমনকে জাপানের সংস্কৃতির প্রতিক বলা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Yahoo! カテゴリ – 漫画家 藤子不二雄 (জাপানি)
- Profile of Fujiko Fujio at The Ultimate Manga Guide
- Profile of Fujiko F. Fujio at The Ultimate Manga Guide
- Profile of Fujiko Fujio A at The Ultimate Manga Guide