নেলাবালা সুব্রহ্মণ্যম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেলাবালা সুব্রহ্মণ্যম একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি একাদশ লোকসভার সংসদ সদস্য ছিলেন। তিনি তিরুপাঠি সংসদীয় আসন থেকে ৫২,৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

কেরিয়ার[সম্পাদনা]

সুব্রহ্মণ্যম নেল্লোর জেলার জমিদার নায়কুপেট মণ্ডলে গ্রাম পঞ্চায়েত "ভীমবরাম" এর সভাপতি হিসাবে জীবন শুরু করেছিলেন। তারপরে তিনি অন্ধ্র প্রগতি গ্রামীণ ব্যাংকে ম্যানেজার হিসাবে কয়েক বছর কাজ করেন। ১৯৯ir সালে তিনি তিরুপতির সংসদ সদস্য ছিলেন [১] । ২০০৪ সালে তিনি কংগ্রেস দলের হয়ে সুলারপেট আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি দুই মেয়াদে টিটিডি ট্রাস্টি সদস্য ছিলেন। [২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সুব্রহ্মণ্যম বিবাহিত এবং তাঁর এক কন্যা ও দুই পুত্র রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pradesh, Andhra (১৪ অক্টোবর ২০১৬)। "2-day CME on critical care support at SVIMS"। The Hindu। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  2. "Rs.1O LAKHS DONATION TO PRANADHANA TRUST"TTD News। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬