নেয়ামত খাঁ
নেয়ামত খাঁ | |
---|---|
পেশা | উজির |
যুগ | মোগল আমল |
নেয়ামত খাঁ (পর্তুগিজ: Nematchao) ছিলেন ষোড়শ শতাব্দীর একজন মুসলিম উজির যার বৃহত্তর বরিশালের চন্দ্রদ্বীপ রাজ্যে গুরূত্বপূর্ণ ভূমিকা রয়েছে।[১] ১৫২০ দশকে পর্তুগীজরা প্রথম বাংলার চাটগাঁও শহরে আগমন করে কিন্তু মোগলদের সাথে কিছু বিরোধ হয়। তার বাদে পর্তুগীজ সওদাগরান নজরানাসহ ১৫৫৯ সালে বাকলায় চন্দ্রদ্বীপ দরবারের সাথে মোলাকাৎ করে। পর্তুগীজ সওদাগরান বাকলার বন্দরে তেজারৎ করার আরজ করে এবং একীন দেয় যে তারাই চন্দ্রদ্বীপকে দুশমন থেকে আজাদ করবো যদি এই আরজটি তারা মানেন। চন্দ্রদ্বীপের রাজা পরমানন্দ বসুর প্রতিনিধিত্ত্বে নেয়ামত খাঁ কানু বিশ্বাসের সঙ্গে পর্তুগিজ ভারতের রাজধানী গোয়া শহরে সফর করেন। সেখানে ৩০ এপ্রিল ১৫৫৯ সনে পর্তুগিজ ভারতের গভর্নর ব্রাগান্সার কুস্তুন্তীনের সাথে পর্তুগিজ ভাষায় একটি দোস্তী একরারনামায় নেয়ামত খাঁ দস্তখৎ দেন।[২] একরারনামাটি ইতালীর মহাফেজখানায় এখনও রয়েছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]- কীর্তিনারায়ণ বসু, চন্দ্রদ্বীপের পঞ্চম রাজা এবং কেওড়ার মুসলিম বাকলাই খান্দানের প্রতিষ্ঠাতা
- হায়াত মাহমুদ, চন্দ্রদ্বীপ রাজ্যের একজন সেনাপতি
- ছবি খাঁ, বাকলার মোগল ফৌজদার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "নেয়ামত খাঁ, পরমানন্দ বসু"। বরিশাল বিভাগের ইতিহাস। ভাস্কর প্রকাশনী।
- ↑ মুহম্মদ ইসহাক, সম্পাদক (১৯৮২)। Bangladesh District Gazetteers: Patuakhali (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ সরকারি মুদ্রণালয়। পৃষ্ঠা 26।
- ↑ সরকার, যদুনাথ, সম্পাদক (১৯৭৩) [First published 1948]। "Bakla Rajas and Portuguese"। The History of Bengal। II: Muslim Period, 1200-1757। পাটনা: Academica Asiatica। পৃষ্ঠা 358। ওসিএলসি 924890।