জলপরী (কোরীয় ধারাবাহিক)
জলপরী | |
---|---|
অন্য নাম | দ্যা লিজেন্ড অফ দ্যা ব্লু সি |
ধরন | |
ভিত্তি | Yu Mong-in কর্তৃক Eou yadam |
উন্নয়নকারী | পার্ক ইয়ং সু |
লেখক | পার্ক জি ঊন |
পরিচালক |
|
অভিনয়ে | |
সুরকার | রিয়ো ইয়োসিমাতা |
মূল দেশ | দক্ষিণ কোরিয়া |
মূল ভাষা | কোরীয় |
পর্বের সংখ্যা | ২০+১ স্পেশাল |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | কিম সন-জং ছোই জিন হি লি জি হিয়ন |
নির্মাণের স্থান |
|
চিত্রগ্রাহক | ছোই সাং-মক |
সম্পাদক | লি হিয়ন-মি |
ব্যাপ্তিকাল | ৬০ মিনিট |
নির্মাণ কোম্পানি | |
পরিবেশক |
|
নির্মাণব্যয় | ১৯ মিলিয়ন ইউএস ডলার |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | এসবিএস |
ছবির ফরম্যাট | 1080i (HDTV) |
অডিওর ফরম্যাট | Dolby Digital |
মূল মুক্তির তারিখ | ১৬ নভেম্বর ২০১৬ ২৫ জানুয়ারি ২০১৭ | –
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট | |
নির্মাণ ওয়েবসাইট |
জলপরী(কোরীয়: 푸른 바다의 전설; আরআর: ফুরূন বাদাঈ জনসল, "দ্য লিজেন্ড অফ দ্য ব্লু সি" নামেও পরিচিত) জুন জি হিয়ন ও লি মিন-হো অভিনীত ২০১৬-১৭ সালের দক্ষিণ কোরীয় ড্রামা সিরিজ।[১][২] জেলেদের মৎস্যকন্যা ধরা ও ছেড়ে দেয়া নিয়ে রচিত প্রাচীন চোসন যুগের কিছু কিংবদন্তি কোরীয় লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকে এক বাটপারের সাথে মৎস্যকন্যার ভালোবাসার কাহিনী রূপায়িত হয়েছে।[৩] ২০১৬ সালের ১৬ নভেম্বর থেকে ২০১৭ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতি বুধবার ও বৃহস্পতিবার কোরীয় সময় রাত ১০ টায় এসবিএস টিভি চ্যানেলে এটি সম্প্রচারিত হয়।
প্রথম সন্তান জন্মদানের মাত্র পাঁচ মাসের মাথায় এই ড্রামা সিরিজটিতে অভিনয় শুরু করার মধ্য দিয়ে জনপ্রিয় কোরীয় অভিনেত্রী জুন জি হিয়ন টিভি মিডিয়ায় প্রত্যাবর্তন করেন এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং মৎস্যকন্যা চরিত্রটি নৈপুণ্যের সাথে রূপদান করেন। তাছাড়া দুই বছরের জন্য বাধ্যতামূলক সিভিল সার্ভিসে যোগদানের আগে জনপ্রিয় কোরীয় অভিনেতা লি মিন-হো অভিনীত শেষ ড্রামা সিরিজও ছিল এটি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kil, Sonia। "Gianna Jun and Lee Min-ho to Star in Korean TV Series 'Blue Sea'"। Variety।
- ↑ "Jun Ji-hyun and Lee Min-ho to star in drama"। The Korea Times।
- ↑ "'Legend of the Blue Sea is our own ancient mermaid story'"। The Korea Times।