লি মিন-হো
লি মিন-হো | |
---|---|
আগস্ট ২০১৪ | |
জন্ম | সিওল, দক্ষিণ কোরিয়া | ২২ জুন ১৯৮৭
শিক্ষা | Konkuk University (B.A. Film) |
পেশা | অভিনেতা, গায়ক |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
প্রতিনিধি | MYM Entertainment (Korea) IMX Inc. (Japan) Huayi Brothers (China) |
কোরীয় নাম | |
হাঙ্গুল | 이민호 |
হাঞ্জা | 李敏鎬 |
সংশোধিত রোমানীকরণ | I Minho |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Yi Min-ho |
ওয়েবসাইট | www |
লি মিন-হো (হাঙ্গুল: 이민호; হানজা: 李敏鎬, জন্ম ২২ জুন, ১৯৮৭)[১] একজন দক্ষিণ কোরীয় অভিনেতা ও গায়ক[২]। তিনি ২০০৯ সালের টিভি ধারাবাহিক বয়েজ অভার ফ্লাওয়ার-এ অভিনয় করে কোরিয়া ও এশিয়ার বিভিন্ন অংশে খ্যাতি অর্জন করেন। এই ভূমিকায় অভিনয় করে তিনি ৪৫ তম বেকসাং আর্টস অ্যাওয়ার্ড এ সেরা নবাগত অভিনেতার সম্মাননা পান। এছাড়াও তিনি সিটি হান্টার (২০১১) and The Heirs (২০১৩) এর জন্য জনপ্রিয়. ২০১৫ সালে তিনি গ্যাংনাম ব্লুজ চলচ্চিত্রে প্রথম নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পান 'Gangnam Blues, এরপর ২০১৬ সালে চীনা প্রযোজনায় বাউন্টি হান্টারস নামে চলচ্চিত্রে অভিনয় করেন Bounty Hunters (২০১৫). আবারো ২০১৬ সালে তিনি 'দ্যা লিজেন্ট অফ দ্যা ব্লু সি' The Legend of the Blue Sea তে প্রধান চরিত্রে অভিনয় করছেন। লি মিন-হো এর সাফল্য তাকে এশিয়ার একজন প্রথম সারির তারকার সম্মাণে ভূষিত করেছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Lee Min-ho (이민호, Korean actor)"। HanCinema (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭।
- ↑ "[10LINE] Lee Min-ho"। 아시아경제 (কোরীয় ভাষায়)। ২০০৯-১০-২১। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে লি মিন-হো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Official Korean website (কোরীয়)
- Official Japanese website (জাপানি)