নীলদাড়ি সুইচোরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নীলদাড়ি সুইচোরা
Blue-bearded bee-eater
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Meropidae
গণ: Nyctyornis
Distribution of the Nyctyornis athertoni
প্রতিশব্দ

Merops athertoni
Alcemerops athertoni[২]

নীলদাড়ি সুইচোরা বা বড় সুইচোরা বা পাহাড়ি সুইচোরা (বৈজ্ঞানিক নাম: Nyctyornis athertoni), মেরোপিডি পরিবারে অন্তর্গত নিকটিওরনিস গনের এক প্রজাতির পতঙ্গভূক পাখি।[৩]

বিবরণ[সম্পাদনা]

নীলদাড়ি সুইচরা, সাতছড়ি, হবিগঞ্জ, বাংলাদেশ

নীলদাড়ি সুইচোরা নীল কপাল ও নীল গলার সবুজ পাখি। নীল কপাল ছাড়া পিঠ সবুজাভাব। লম্বা পালক দাঁড়ির মতো গঠন লাভ করেছে। গলা ও বুক কালচে নীল। হলুদাভ-পীতাভ ডোরাসহ পেট ও বগল সবুজ। বর্গাকার প্রান্তদেশসহ লেজের বাইরের পালক পীতাভ রঙের। ওড়ার সময় লেজ ত্রিকোণাকার ও ডানার নিচের ঢাকনি হলুদাভাব-পীতাভ দেখায়। ঠোঁট বাঁকা ও শিঙ-বাদামি এবং নিচের ঠোঁটের গোড়া ধূসর। চোখ উজ্জ্বল সোনালি-কমলা ও মুখ ধুসরাভ-পাটল বর্ণের। পা ও পায়ের পাতা ফিকে হলুদাভাব-সবুজ। নখর শিঙ-বাদামি। ছেলে ও মেয়ে পাখি দেখতে একইরকম। অপরিণত পাখির কোনো দাড়ি থাকে না। এটির দৈর্ঘ্য ৩৬ সেমি, ওজন ৯০ গ্রাম।[৪]

স্বভাব ও খাদ্যাভাস[সম্পাদনা]

এরা চিরসবুজ বনের বাসিন্দা হলেও আর্দ্র পাতাঝরা বন, বনের ছড়া ও আবাদযোগ্য জমিতে বিচরণ করে। সচরাচর একাকী, জোড়ায় বা তিনটির ছোট দলে দেখা যায়। অন্যান্য সুইচোরার মতোই গাছের উঁচু ডালে বসে শূন্যে উড়ে গিয়ে মৌমাছি, ফড়িং, গুবরে পোকা, বোলতা ইত্যাদি ধরে বেশ আয়েশ করে খায়। অনেক সময় ফুলের রসও পান করতে দেখা যায়। তবে মৌমাছিই এদের মূল খাদ্য। এরা বেশ উচ্চস্বরে ‘কর-র-র, কর-র-র কিট-টিক, কিট-টিক, কায়ও-কওক-কো-কো-কো’ ডাক দেয়।[৫]

প্রজনন[সম্পাদনা]

এদের প্রজনন মৌসুম ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত। ডিম পাড়ার ১ মাস আগে এরা বাসা তৈরি করে। এরা কাদার গভীরে গর্ত করে বাসা তৈরি করে। এরা একসাথে ৪টি ডিম পাড়ে। ডিমগুলো দেখতে সাদা এবং গোলাকার।[৬]

বিস্তৃতি[সম্পাদনা]

এই প্রজাতির পাখিরা সাধারনত মাঝারি উচ্চতায় থাকে যা ২২০০ মি এর নিচে। এদের সিলেটে দেখা যায়। বাংলাদেশ ছাড়া সুইচোরার ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীনথাইল্যান্ড পর্যন্ত বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১২)। "Nyctyornis athertoni"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2012। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Guenther, A (ed) (১৮৯২)। Catalogue of the birds in the British Museum. Vol 17। Trustees of the British Museum। 
  3. শাইন, আলম (২০১৮-১০-২৬)। "বড় সুইচোরা | Blue bearded Bee eater | Nyctyornis athertoni | Pakhi Tottho" (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২ 
  4. "নীলদাড়ি সুইচোরা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২ 
  5. Times, The Dhaka। "বিলুপ্তপ্রায় পাখি নীলদাড়ি সুইচোরা পাখি"The Dhaka Times। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২ 
  6. "নীলদাড়ি সুইচোরা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]