বিষয়বস্তুতে চলুন

নীরা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীরা নদী
नीरा नदी
সাংভী, ফলটনের কাছে প্রবাহিত নীরা নদী
অবস্থান
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলাপুণে জেলাসাতারা জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানমহারাষ্ট্র, ভারত
মোহনাভীমা নদী
নিষ্কাশন 
 • অবস্থানmouth

নীরা ভারতের মহারাষ্ট্র রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী।[] এটি ভীমা নদীর একটি উপনদী এবং মহারাষ্ট্রের পুনে এবং সোলাপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। করহা নীরার একটি উপনদী।

এই নদীটি পুনে জেলার পশ্চিম ঘাটে উৎপন্ন হয়েছে এবং ভোর তালুকা, শিরওয়াল তালুকা, সাতারা জেলা ও সোলাপুর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে এবং তারপর আকলুজের কাছে নরসিংপুরে নীরা ভীমা অববাহিকায় মিলিত হয়েছে। নীরা নদীর উপর নির্মিত বাঁধগুলি হল সাতারা জেলার দেবধর বাঁধ এবং ও পুনে জেলার বীর বাঁধ ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nira River"। ১৮ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩