নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশন
ওএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৮[১] |
সদর দপ্তর | নুমেয়া, নতুন ক্যালিডোনিয়া |
ফিফা অধিভুক্তি | ২০০৪[১] |
ওএফসি অধিভুক্তি |
|
সভাপতি | স্টিভ লাইগলে |
সহ-সভাপতি | এডগার কুরো |
ওয়েবসাইট | www |
নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Calédonienne de Football, ইংরেজি: New Caledonian Football Federation; এছাড়াও সংক্ষেপে এনসিএফএফ নামে পরিচিত) হচ্ছে নতুন ক্যালিডোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৭৬ বছর পর ২০০৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর নতুন ক্যালিডোনিয়ার রাজধানী নুমেয়ায় অবস্থিত।
এই সংস্থাটি নতুন ক্যালিডোনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নতুন ক্যালিডোনিয়া সুপার লীগ, নতুন ক্যালিডোনিয়া দ্বিতীয় স্তর এবং নতুন ক্যালিডোনিয়া কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন স্টিভ লাইগলে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অলিভিয়ে দকুনেঙ্গো।
কর্মকর্তা
[সম্পাদনা]- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | স্টিভ লাইগলে |
সহ-সভাপতি | এডগার কুরো |
সাধারণ সম্পাদক | অলিভিয়ে দকুনেঙ্গো |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | রোম্যাঁ প্যাঁবেনি |
প্রযুক্তিগত পরিচালক | দোমিনিক ওয়াকালি |
ফুটসাল সমন্বয়কারী | ফিলিপ জিয়ানে |
জাতীয় দলের কোচ (পুরুষ) | |
জাতীয় দলের কোচ (নারী) | মিচেল ক্লার্ক |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "New Caledonia joins the world football community"। FIFA.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি)
- ফিফা-এ নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ওএফসি-এ নতুন ক্যালিডোনিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি)