মার্কিন সামোয়া ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কিন সামোয়া ফুটবল ফেডারেশন
ওএফসি
প্রতিষ্ঠিত
  • ১৯৮৪; ৪০ বছর আগে (1984)[১]
  • ২০০৭; ১৭ বছর আগে (2007) (এফএফএএস হিসেবে)
সদর দপ্তরপাগো পাগো, মার্কিন সামোয়া
ফিফা অধিভুক্তি১৯৯৮[১]
ওএফসি অধিভুক্তি১৯৯৮
সভাপতিমার্কিন সামোয়া অ্যালেক্স গডিনেট
সহ-সভাপতিমার্কিন সামোয়া সান্ড্রা ফুয়ান
ওয়েবসাইটwww.ffas.as

মার্কিন সামোয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Football Federation American Samoa; এছাড়াও সংক্ষেপে এফএফএএস নামে পরিচিত) হচ্ছে মার্কিন সামোয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মার্কিন সামোয়ার রাজধানী পাগো পাগোতে অবস্থিত।

এই সংস্থাটি মার্কিন সামোয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এফএফএএস জ্যেষ্ঠ লীগ এবং এফএফএএস প্রেসিডেন্ট'স কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মার্কিন সামোয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যালেক্স গডিনেট এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তাভিতা তাউমুয়া।

কর্মকর্তা[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি অ্যালেক্স গডিনেট
সহ-সভাপতি সান্ড্রা ফুয়ান
সাধারণ সম্পাদক তাভিতা তাউমুয়া
কোষাধ্যক্ষ আমিও লুভু-মাভায়েগো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ব্রায়ান ভিতোলিও
প্রযুক্তিগত পরিচালক রুপেনি লুভু
ফুটসাল সমন্বয়কারী তালালেলেই ফালাভাউ
জাতীয় দলের কোচ (পুরুষ) তুনোয়া লুই
জাতীয় দলের কোচ (নারী) আতি ফামাউ-সামুয়েলু
রেফারি সমন্বয়কারী রিচার্ড ডনোভান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]