কুক দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুক দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
ওএফসি
প্রতিষ্ঠিত১৯৭১; ৫৩ বছর আগে (1971)[১]
সদর দপ্তররারোটোঙ্গা, কুক দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তি১৯৯৪[১]
ওএফসি অধিভুক্তি১৯৯৪
সভাপতিকুক দ্বীপপুঞ্জ লি হার্মন
সহ-সভাপতি
  • কুক দ্বীপপুঞ্জ জুনিয়র এনোকা
  • কুক দ্বীপপুঞ্জ টাঙ্গি টেরেয়াপি
ওয়েবসাইটwww.cookislandsfootball.com

কুক দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Cook Islands Football Association; এছাড়াও সংক্ষেপে সিআইএফএ নামে পরিচিত) হচ্ছে কুক দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[২] এটি প্রতিষ্ঠার ২৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে।[২] এই সংস্থার সদর দপ্তর কুক দ্বীপপুঞ্জের রারোটোঙ্গায় অবস্থিত।

এই সংস্থাটি কুক দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কুক দ্বীপপুঞ্জ রাউন্ড কাপ এবং কুক দ্বীপপুঞ্জ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কুক দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লি হার্মন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মি পিরি।

কর্মকর্তা[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি লি হার্মন
সহ-সভাপতি জুনিয়র এনোকা
টাঙ্গি টেরেয়াপি
সাধারণ সম্পাদক মি পিরি
কোষাধ্যক্ষ অ্যালেন পার্কার
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক মেলিনা টুইরাভাকাই
প্রযুক্তিগত পরিচালক
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) কেভিন ফ্যালন
জাতীয় দলের কোচ (নারী) জুডিথ কুইপার্স
রেফারি সমন্বয়কারী লাই গুকিসুভা
মারামেটুয়া কাউকুরা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "About Cook Islands Football Association"। CIFA। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:কুক দ্বীপপুঞ্জে ফুটবল টেমপ্লেট:কুক দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন