নিউইয়ান ভাষা
অবয়ব
নিউইয়ান ভাষা | |
---|---|
ko e vagahau Niuē | |
দেশোদ্ভব | নিউই, নিউজিল্যান্ড, কুক দ্বীপপুঞ্জ, টোঙ্গা |
মাতৃভাষী |
|
অস্ট্রোনেশীয়
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | – |
নিউইয়ান ভাষা ( /njuˈeɪən/) হল একটি পলিনেশিয় ভাষা, যা অস্ট্রোনেশীয় ভাষার মালায়ো–পলিনেশীয় উপগোষ্ঠীর অন্তর্গত।[১] এটি টোঙ্গানের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং অন্যান্য পলিনেশীয় ভাষা; যেমন: মাওরি, সামোয়ান ও হাওয়াইয়ানের সাথে বেশ কিছুটা দূরত্বে সম্পর্কিত। টোঙ্গান ও নিউইয়ান একত্রে পলিনেশীয় ভাষার টঙ্গিক উপগোষ্ঠী গঠন করে। তবে সামোয়ান ও পূর্ব পলিনেশীয় ভাষা থেকেও নিউয়ানের বেশ কিছু প্রভাব এতে রয়েছে।
নিউয়ান নিউইয়ের দুটি দাপ্তরিক ভাষার একটি; অপর ভাষাটি হল ইংরেজি। নিউইয়ের প্রায় ৪৬% মানুষ এই ভাষায় কথা বলে।[২]