বিষয়বস্তুতে চলুন

নাসির উদ্দিন বিশ্বাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসির উদ্দিন বিশ্বাস
জন্ম(১৯৪৫-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৯৪৫[১]
মৃত্যু১২ সেপ্টেম্বর ২০২২(2022-09-12) (বয়স ৭৭)[১]
ঢাকা (এভার কেয়ার হাসপাতাল)[১]
মৃত্যুর কারণকিডনি, হার্টসহ নানা জটিলতায়[১]
সমাধিসোনাইকুন্ডি, দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া জেলা[২]
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা
  • এসএসসি (১৯৬৭)
  • এইচএসসি (১৯৬৯)
  • বিকম (১৯৭৩)[১]
পেশাশিল্পপতি
কর্মজীবন১৯৭৭-২০২২
প্রতিষ্ঠাননাসির গ্রুপ
পরিচিতির কারণনাসির গ্রুপের প্রতিষ্ঠাতা
দাম্পত্য সঙ্গী১ম স্ত্রী আনোয়ারা বিশ্বাস[১] ২য় স্ত্রী তাসলিমা সুলতানা[৩]
সন্তান[৩]
পিতা-মাতা
  • ইদ্রিস আলী[১] (পিতা)
  • মোছা. রহিমা বেগম[১] (মাতা)

নাসির উদ্দিন বিশ্বাস (২২ নভেম্বর ১৯৪৫ – ১২ সেপ্টেম্বর ২০২২) বাংলাদেশের একজন শিল্পপতি ও কুষ্টিয়া জেলার একজন স্বনামধন্য ব্যক্তি ও সমাজসেবক ছিলেন।[৪] তিনি দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ নাসির গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।[৫][৬][৭] এছাড়া তিনি কষ্টিয়া জেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন।[৮][৯]

জীবন বৃত্তান্ত[সম্পাদনা]

নাসির উদ্দিন বিশ্বাস ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ইদ্রিস আলী ছিলেন একজন কৃষক[১০]

শিক্ষা জীবন[সম্পাদনা]

নাসির উদ্দিন বিশ্বাস ১৯৬৭ সালে এসএসসি পাস করেন। ১৯৬৯ সালে এইচএসসি ও ১৯৭১ সালে বিকম পাস করেন।[১০]

কর্ম জীবন[সম্পাদনা]

নাসির উদ্দিন বিশ্বাসে বাবা একজন কৃষক ছিলেন। এইজন্য ১৯৭১ সালে বিকম পাসের পরে তিনি কৃষিকাজে জড়িয়ে পরেন। এই কৃষি ষকাজের মাধ্যমেই তিনি তার কর্মজীবন শুরু করেন। ১৯৭২ সালে তিনি তামাক ব্যবসা শুরু করেন। ০৪ বছর পরে তিনি নাসির বিড়ি ফ্যাক্টরি গড়ে তোলেন ১৯৭৬ সালে। পরবর্তীতে তিনি ১৯৭৭ সালে নাসির গ্রুপ প্রতিষ্ঠত করেন।[১০]

উল্লেখযোগ্য কর্মকাণ্ড[সম্পাদনা]

তিনি নিজ এলাকা আল্লারদর্গায় নাসিরউদ্দিন গার্লস মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন। পরে সেটি নাসিরউদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজে উন্নীত করেন। একই এলাকায় প্রথম স্ত্রী আনোয়ারা বিশ্বাস-এর নামেআনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল স্থাপন করেন। মায়ের নামে স্থাপন করেন রহিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও তিনি দৌলতপুর উপজেলায় নাসির উদ্দিন বিশ্বাস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, নাসির উদ্দিন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটনাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেছেন।[১১]

এ ছাড়া দৌলতপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ১৩টি ইউনিয়নে ১৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত এবং পরিচালনা করেতেন। বর্তমানে বিদ্যালয়গুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে।[১১]

উল্লেখ যে তিনি ১৯৯১ সাল থেকে প্রতি বছর কুষ্টিয়া জেলার ১০০ জন করে ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছেন।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিজস্ব প্রতিবেদক (২০২২-০৯-১৩)। "নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যু"বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  2. আব্দুল বারী, কুষ্টিয়া প্রতিনিধি (২০২২-০৯-১৩)। "শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের দাফন আল্লারদর্গায় সম্পন্ন"দৈনিক দেশতথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. আহসান হাবীব তুহিন, রেজাউল করিম (২০২৪-০৪-২১)। "উত্তরাধিকার-দ্বন্দ্বে নাসির গ্রুপের উত্তরসূরিরা"দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  4. Star Business Report (২০২২-০৯-১২)। "Veteran entrepreneur Nasir Uddin Biswas no more"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  5. নিজস্ব প্রতিবেদক (২০২২-০৯-১৩)। "চলে গেলেন নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির বিশ্বাস"সময়ের আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  6. নিজস্ব প্রতিবেদক (২০২২-০৯-২২)। "নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস মারা গেছেন"ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  7. আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট (২০১৪-১২-১০)। "নাসির গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক ও আয়কর নথি তলব"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  8. প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া) (২০২২-০৯-১২)। "নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস মারা গেছেন"সমকাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  9. কুষ্টিয়া প্রতিনিধি (২০২২-০৯-১৩)। "নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের ইন্তিকাল"দি ডেইলি সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  10. "নাসির গ্রুপের চেয়ারম্যান কুষ্টিয়ায় চিরনিদ্রায় শায়িত"রাইজিংবিডি। ২০২২-০৯-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  11. নিজস্ব প্রতিবেদক (২০২২-০৯-১২)। "নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস আর নেই"এন টিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭