বিষয়বস্তুতে চলুন

নাচোল বিদ্রোহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাচোল বিদ্রোহ (১৯৪৯-১৯৫০) ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ), চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় একটি কৃষক বিদ্রোহ। এটি সামসময়িক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে তেভাগা আন্দোলনের অনুরূপ একটি বিদ্রোহ ছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

নাচোল উপজেলায় জোতদার, জমির মালিকরা কৃষকদের কাছ থেকে তাদের ফসলের ৫০ শতাংশ হিসাবে খাজনা আদায় করতেন। কৃষকরা, যাদের অধিকাংশই ছিল সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের সদস্য। ১৯৪৯ সালের ডিসেম্বরে এবং ১৯৫০-এর দশকের প্রথম দিকে উচ্চ খাজনার বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা কোনো ভূমি অধিকার বা সুরক্ষা ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জমি চাষ করে আসছে। বিদ্রোহকে কমিউনিস্ট কর্মীরা উৎসাহিত করেছিল। জোতদারদের বাড়িঘর লুট করা হয়। এ ঘটনায় সরকার জমিদারদের পক্ষে সহিংসতার অভিযোগ আনে।

উত্তরাধিকার

[সম্পাদনা]

পাকিস্তান সরকার ১৯৫০ সালের ইস্ট বেঙ্গল স্টেট অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাস করে যা টেনেটদের একটি নির্দিষ্ট সরকারি হারে নগদে ভাড়া পরিশোধ করার অনুমতি দেয় এবং তাদের সম্পত্তিতে আরও বেশি অধিকার প্রদান করে। তাৎক্ষণিক সরকারি দমন-পীড়নের ফলে অনেক সাঁওতাল ভারতে স্থায়ীভাবে এই অঞ্চল ত্যাগ করে।[] ঘটনাটি ইলা মিত্রের জন্মবার্ষিকীতে এই অঞ্চলে স্মরণ করা হয় এবং পালিত হয়।[][] এই অঞ্চলে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার সময়কাল ছিল পাকিস্তানের নিরাপত্তা পরিষেবাগুলির নিরবচ্ছিন্ন সমর্থনে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ila Mitra - Revolutionary, Trailblazer"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২০ 
  2. সিরাজুল ইসলাম (২০১২)। "নাচোল বিদ্রোহ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "Ila Mitra's 87th birth anniversary observed in Chapainawabganj"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২০ 
  4. "Birth anniversary of Ila Mitra observed"bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২০ 
  5. "Two Bengals in two nations: How West Bengal got its current shape"dailyo.in। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২০