নাগোইয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি

স্থানাঙ্ক: ৩৫°০৯′২৩.১৫″ উত্তর ১৩৬°৫৫′২৯.২১″ পূর্ব / ৩৫.১৫৬৪৩০৬° উত্তর ১৩৬.৯২৪৭৮০৬° পূর্ব / 35.1564306; 136.9247806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাগোইয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি
名古屋工業大学
ধরনসরকারি
স্থাপিত১৯৪৯
সভাপতিতাকাতোশি কিনোশিতা[১]
স্নাতক৪,০০৪ (পূর্ণকালীন)[২]
স্নাতকোত্তর১৬৭২[৩]
অবস্থান,
আইচি প্রিফেকচার
,
সংক্ষিপ্ত নাম名工大 (Meikōdai), নিটেক
মাসকটনাই
ওয়েবসাইটইংরেজি ওয়েবসাইট
Map

নাগোইয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি (名古屋工業大学, Nagoya Kōgyō Daigaku) সংক্ষেপে Nitech (名工大, Meikōdai), জাপানের নাগোইয়ায় অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তির একটি সর্বজনীন উচ্চ-স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। নাগোইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ১৯০৫ সালে নাগোইয়া উচ্চ কারিগরি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৯৪৪ সালে এর নামকরণ করা হয় নাগোইয়া কলেজ অফ টেকনোলজি, তারপর ১৯৪৯ সালে নাগোইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসেবে নতুন শিক্ষা ব্যবস্থায় আইচি প্রিফেকচারাল কলেজ অফ টেকনোলজির সাথে একীভূত হয়। অবশেষে ২০০৪ সালে এটি ন্যাশনাল ইউনিভার্সিটি কর্পোরেশন নাগোইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়।

স্কুল, বিভাগ এবং পরীক্ষাগার[সম্পাদনা]

প্রকৌশল অনুষদ[সম্পাদনা]

  • লাইফ সায়েন্সএবং ফলিত রসায়ন
  • ভৌত বিজ্ঞান এবং প্রকৌশল
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার বিজ্ঞান
  • আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং
  • ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম

গ্রাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং[সম্পাদনা]

  • লাইফ সায়েন্স এবং ফলিত রসায়ন
  • ভৌত বিজ্ঞান এবং প্রকৌশল
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার বিজ্ঞান
  • আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং
  • ন্যানোফার্মাসিউটিক্যাল সায়েন্স
  • নাগোইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইউনিভার্সিটি অফ উলংগং এর ইনফরমেটিক্সে যৌথ প্রোগ্রাম ডক্টরাল প্রোগ্রাম

শিক্ষাগত গবেষণা কেন্দ্র[সম্পাদনা]

  • নতুন সম্প্রদায় নির্মাণের জন্য সহায়ক প্রযুক্তি গবেষণা কেন্দ্র
  • অপটোবায়োটেকনোলজি রিসার্চ সেন্টার
  • উন্নত সিরামিক গবেষণা কেন্দ্র
  • নাইট্রাইড সেমিকন্ডাক্টরের মাল্টি-বিজনেসের জন্য উদ্ভাবন কেন্দ্র
  • ন্যানো ডিভাইস এবং উন্নত উপকরণ গবেষণা কেন্দ্র
  • অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং রিসার্চ সেন্টার
  • বায়োমেডিকাল ফিজিক্স এবং তথ্য প্রযুক্তি কেন্দ্র
  • এনআইটেক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্র
  • উন্নত দুর্যোগ প্রতিরোধ প্রকৌশল কেন্দ্র

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র[সম্পাদনা]

  • তাইচি ওহনো
  • কেন

একাডেমিক র‍্যাংকিং[সম্পাদনা]

"তালিকাভুক্ত কোম্পানির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা" অনুপাতের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং
র‍্যাঙ্কিং
জাপানের সব বিশ্ববিদ্যালয় ২০০৬ সাল পর্যন্ত বিদ্যমান ৭৪৪ [৪] বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম [৫]
সূত্র ২০০৬ সালের [৫] সাপ্তাহিক ডায়মন্ডের 〈ja〉 করা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং জরিপ। যেটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত গ্র্যাজুয়েটদের "তালিকাভুক্ত কোম্পানির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা" পদে অধিষ্ঠিত স্নাতকদের উচ্চ অনুপাত তৈরি করে

বহিঃসংযোগ[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

  1. "Message from the President|Nagoya Institute of Technology" 
  2. "学生数|国立大学法人名古屋工業大学" 
  3. "学生数|国立大学法人名古屋工業大学" 
  4. The number of universities and students|National Universities Association ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ নভেম্বর ২০২০ তারিখে(জাপানি ভাষায়)
  5. Weekly Diamond The ranking of the universities which produced the high ratio of the graduates who hold the position of "president and chief executive officer of listed company" to all the graduates of each university ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জানুয়ারি ২০২১ তারিখে(জাপানি ভাষায়)