নাঈম ইউ. হাসান
অবয়ব
নাঈম ইউ. হাসান হলেন একজন পাকিস্তানি কূটনীতিক যিনি ১ জানুয়ারী, ১৯৯৬ থেকে ৩১ ডিসেম্বর, ১৯৯৮ পর্যন্ত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) -এর ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। [১]
মহাসচিব হিসেবে মনোনীত হওয়ার আগে, তিনি ১৯৯০ থেকে ১৯৯৫ সালে দামেস্কে অবস্থানরত সিরিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মে ২০০১ সালে সুইডেনের স্টকহোমে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে অবসর গ্রহণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nagel, Stuart S. (২০০০)। Handbook of global political policy। CRC Press। পৃষ্ঠা 309। আইএসবিএন 978-0-8247-0356-1।