নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড
স্থানীয় নাম
নর্থ বেঙ্গল সুগার মিল
ধরনসরকারি
শিল্পচিনি শিল্প
সার শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৩৩; ৯১ বছর আগে (1933)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহচিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড
মালিকবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন

নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভাতে অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রচীন চিনি কল।

অবস্থান[সম্পাদনা]

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৩৩ সালে এই চিনি কলটি মেসার্স সুরুজমাল ও নাগরমাল নামক প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় স্থাপিত হয়; পরবর্তীতে ১৯৬৫ সালে তা রাষ্ট্রীয় মালিকানায় আসে।[২] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[৩]

অবকাঠামো[সম্পাদনা]

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত।

উৎপাদন ক্ষমতা[সম্পাদনা]

এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১,৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন।[৪]

উৎপাদিত পণ্য[সম্পাদনা]

এছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য ।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আখ সংকটে নর্থ বেঙ্গল সুগার মিল"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  2. "জেলা তথ্য বাতায়ন"। ১৬ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  3. বিএসএফআইসি-এর গঠন ইতিহাস।
  4. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর প্রদত্ত তথ্য।

বহি:সংযোগ[সম্পাদনা]