নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ (পূর্বে এএমসি এমইটি মেডিকেল কলেজ)
ধরনসরকারি
স্থাপিত২০০৯
মূল প্রতিষ্ঠান
আমেদাবাদ পৌরসংস্থা
অধিভুক্তিগুজরাত বিশ্ববিদ্যালয়
ডিনদীপ্তি শাহ
শিক্ষার্থীপ্রতি বছর ২০০ জন এমবিবিএস এবং প্রতি বছর ১৭০ জন এম.ডি./এম.এস.
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশেঠ এল.জি. হাসপাতাল
ওয়েবসাইটhttps://www.metmedical.edu.in
মানচিত্র

নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ (পূর্বে এএমসি এমইটি মেডিকেল কলেজ) হল আহমেদাবাদের মণিনগরে একটি মেডিকেল কলেজ। কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেডিকেল এডুকেশন ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এটি গুজরাত বিশ্ববিদ্যালয় ও শেঠ এলজি হাসপাতাল (শেঠ লাল্লুভাই গোরধনদাস মিউনিসিপ্যাল হাসপাতাল, মণিনগর, আহমেদাবাদ) কর্তৃক অনুমোদিত।

ইতিহাস[সম্পাদনা]

কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদি, যিনি সেই সময়ে মণিনগর কেন্দ্রের বিধায়ক ছিলেন। মেডিকেল কলেজটির নাম ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পরিবর্তন করে নরেন্দ্র মোদীর নামে রাখা হয়।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মনিশঙ্কর চৌধুরী (১৫ সেপ্টেম্বর ২০২২)। "স্টেডিয়ামের পর এবার আহমেদাবাদে নরেন্দ্র মোদির নামে মেডিক্যাল কলেজ"। www.sangbadpratidin.in। সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Medical college named after PM Modi" (ইংরেজি ভাষায়)। আহমেদাবাদ: www.thehindu.com। দ্য হিন্দু। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২ 
  3. "AMC-run medical college to be named after PM Modi"। আহমেদাবাদ: www.indianexpress.com। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২