নরেন্দ্রনাথ দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরেন্দ্রনাথ দেব
ট্রেডল পাম্প ও ট্রেডল প্রিন্টিং প্রেসের উদ্ভাবক
জন্ম৭ নভেম্বর ১৯২৬
মৃত্যু৬ অক্টোবর ২০১৭(2017-10-06) (বয়স ৯০)
জোদ্দারপাড়া, উলিপুর
নাগরিকত্ববাংলাদেশ
উল্লেখযোগ্য কর্ম
ঢেঁকি কল সহ স্বল্প ব্যয়ে কাঠের তৈরি প্রেস, ধান মাড়াই যন্ত্র, পশুশক্তি চালিত ডাল ভাঙ্গার মেশিনের উদ্ভাবক
সন্তান৪ ছেলে ২ মেয়ে
শিল্পীর হাতে আঁকা ঢেঁকিকল

নরেন্দ্রনাথ দেব (৭ নভেম্বর ১৯২৬ - ৬ অক্টোবর ২০১৭) একজন বাঙালি উদ্ভাবক। তিনিপা চালিত নলকূপ তথা ঢেঁকি কল আবিষ্কার করে ভারত উপমহাদেশসহ বিশ্বের অনেক দেশে আলোড়ন সৃষ্টি করেন। এছাড়াও তিনি স্বল্প ব্যয়ে কাঠের তৈরি প্রেস, ধান মাড়াই যন্ত্র, পশুশক্তি চালিত ডাল ভাঙ্গার মেশিনসহ অনেক কিছু আবিষ্কার করেন।[১][২]

ব্যক্তি জীবন[সম্পাদনা]

তিনি ১৯২৬ সালের ৭ই নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাশিম বাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] ১৯৪৬ সালে ম্যাট্রিকুলেশন পাস করে আর লেখাপড়া করতে পারেননি উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব।

উদ্ভাবন জীবন[সম্পাদনা]

বাঁশের পাইপ, নারিকেলের ছোবরা, কোস্ট আয়রনের দুটি সিলিন্ডার, দুটি ওয়াশার ও চেকবলের সমন্বয়ে তৈরি পাম্পটি ব্যবহারে কোন তেলের প্রয়োজন হয় না।

নরেন্দ্রনাথ কাশিমবাজার মহারাজা এস্টেটে ৩ বছর চাকরি করেন। কিন্তু আবিষ্কারের নেশা চাকরির ধরাবাঁধা নিয়মে আবদ্ধ রাখতে পারেনি তাকে। এ সময় ফটোগ্রাফির ব্যবসা শুরু করেন তিনি। পরে করেন বিড়ির ব্যবসা। বিড়ির লেবেল ছাপানোর জন্য আবিষ্কার করেন কাঠ দিয়ে তৈরি পা-চালিত প্রেস। এরপর উলিপুর বাজারে ছোট একটি লেদ মেশিন বসিয়ে শুরু করেন নতুন ব্যবসা।[৪]

পরে কাঠের উন্নত ট্রেডল প্রেস তৈরি করে বাজারজাতও করেন। কিছুদিন বাদে পরীক্ষামূলকভাবে স্টিম ইঞ্জিন উদ্ভাবন করে চমকে দেন। ধান সিদ্ধ, ধান ভানাসহ নানা কাজে ব্যবহার করা যায় এই ইঞ্জিন। তার পরিকল্পনা ছিল সৌরশক্তি ব্যবহার করে ইঞ্জিনটি চালানো। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তা বেশিদূর এগোয়নি। তার অন্যান্য আবিষ্কারের মধ্যে ছিল দোতলায় পানি তোলার জন্য কম খরচে মোটরচালিত টিউবওয়েল, হুইল ও টিন দিয়ে বার্লি তৈরির মেশিন, ডাল ভাঙ্গার অটোমিল ইত্যাদি।[২]

১৯৭৭ সালে ট্রেডল পাম্প বা ঢেঁকিকল  উদ্ভাবন করে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হন এবং একটি বে-সরকারী সংস্থার ব্যয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপালসহ একাধিক দেশ ভ্রমণ করেন। তার আবিষ্কৃত ঢেঁকিকল শুধু বাংলাদেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে নেপাল, ভিয়েতনাম, ভারত ও থাইল্যান্ডের কৃষকরা ব্যবহার করছেন।[৩]

সম্মাননা[সম্পাদনা]

১৯৮৩ সালে ঢাকায় বিজ্ঞান মেলায় এই ঢেঁকিকল সর্বপ্রথম পুরষ্কার লাভ করে। ১৯৯১ সালের নভেম্বর মাসে নরেন দেবকে ঢাকার সোনারগাঁ হোটেলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংবর্ধনা প্রদান করেন।[২] বেসরকারি সম্মাননার মধ্যে রয়েছে আইডিআইয়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, কুড়িগ্রামের সলিডারিটি, প্রবীণ হিতৈষী সংঘ এবং ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্রের দেওয়া সম্মাননা পুরুস্কার।[৫]

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বেলাল বেগ, গুনারবার্গ এর মত খ্যতিমান ব্যাক্তিবর্গ ঢেঁকিকল দেখতে তার জন্মস্থান উলিপুর যান।[৫] ভারতের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নলিনী সিং তার উপর প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।[৫] তার আবিষ্কৃত ঢেঁকিকল নিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ‘জননী’ নাটক তৈরি করেন।[৬]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০১৭ সালে ০৬ই অক্টোবর শুক্রবার রাত ১০টা ২০মিনিটে উলিপুর উপজেলার জোদ্দারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[২][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ট্রেডল পাম্প'র উদ্ভাবক নরেন্দ্রনাথ আর নেই"কালের কণ্ঠ। ২০১৭-১০-০৭। ২০১৯-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪ 
  2. "বিশ্বব্যাপী সাড়া জাগানো পা চালিত নলকূপের আবিষ্কারক উলিপুরের নরেন্দ্রনাথ দেব"প্রগতি ও তারুণ্যের উলিপুর। ২০১৭-০৫-৩১। ২০২২-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪ 
  3. "ট্রেডল পাম্প উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব আর নেই"banglanews24.com। ২০১৭-১০-০৭। ২০২২-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪ 
  4. "চলে গেলেন ঢেঁকিকলের আবিষ্কারক নরেন্দ্রনাথ দেব"বাংলা। ২০২২-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪ 
  5. asif.al.razib (২০১৭-১০-১৫)। "নীরবে চলে গেলেন ঢেঁকিকল উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব"নিউজ ইনসাইড। ২০২৩-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪ 
  6. "ট্রেডল পাম্প উদ্ভাবক সেই নরেন্দ্রনাথ আর নেই"ডিএমপি নিউজ। ২০২২-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪