নবী নেওয়াজ
মো: নবী নেওয়াজ | |
---|---|
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ২০১৪ – ২০১৮ | |
পূর্বসূরী | শফিকুল আজম খান চঞ্চল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঝিনাইদহ জেলা, বাংলাদেশ | ৯ ফেব্রুয়ারি ১৯৬৬
জাতীয়তা | বাংলাদেশী ![]() |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রাহিমা খাতুন নেওয়াজ |
সন্তান | নোহান মোহাম্মদ নেওয়াজ নোমান মোহাম্মদ নেওয়াজ জান্নাতুল আয়মন অরণী |
মাতা | আয়মন নেছা |
পিতা | মোহাম্মদ আলী |
প্রাক্তন শিক্ষার্থী | চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর খন্দকার মোশারফ হোসেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় |
মোঃ নবী নেওয়াজ ২০১৪-২০১৮ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য হিশেবে নির্বাচিত হয়েছিলেন।[১]
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
মো: নবী নেওয়াজের পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর পৌরসভা এলাকার গোডাউন রোড হামিদপুর এলাকায়।
শিক্ষাজীবনে তিনি যশোরের চৌগাছার শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে মাধ্যমিক, কোটচাঁদপুর মোশাররফ হোসেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
কর্মজীবন[সম্পাদনা]
তিনি রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি একাধারে বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হিসাবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন অধ্যক্ষ। ২০১৪-২০১৮ মেয়াদকালে তিনি জাতীয় সংসদীয় আসন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) হতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিশাবে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ঝিনাইদহ-৩, মো: নবী নেওয়াজ। "Constituency 83_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪।