নবনূর
অবয়ব
ধরন | মাসিক পত্রিকা |
---|---|
মালিক | মোহাম্মদ আসাদ আলী |
প্রকাশক | মোহাম্মদ আসাদ আলী |
সম্পাদক | সৈয়দ এমদাদ আলী সৈয়দ আসাদ আলী |
প্রতিষ্ঠাকাল | এপ্রিল ১৯০৩ খ্রিষ্টাব্দ (বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ) |
ভাষা | বাংলা |
প্রকাশনা স্থগিত | ডিসেম্বর ১৯০৬ খ্রিষ্টাব্দ (পৌষ ১৩১৩ বঙ্গাব্দ) |
সদর দপ্তর | কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত) |
নবনূর ছিল একটি মাসিক সাহিত্য পত্রিকা।[১]
প্রকাশকাল
[সম্পাদনা]১৯০৩ সালের এপ্রিলে (বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ) কলকাতা থেকে প্রথম নবনূর প্রকাশিত হয়। ১৯০৬ সালের ডিসেম্বর (পৌষ ১৩১৩ বঙ্গাব্দ) পর্যন্ত নিয়মিতভাবে পত্রিকা চালু ছিল। সৈয়দ এমদাদ আলী পত্রিকার সম্পাদক ছিলেন।[১] মোহাম্মদ আসাদ আলী পত্রিকার স্বত্ত্বাধিকারী ও প্রকাশক ছিলেন এবং পরবর্তীতে সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।[১]
লক্ষ্য
[সম্পাদনা]বাংলার মুসলিমদের উন্নয়ন পত্রিকার মূল্য উদ্দেশ্য ছিল। মুসলিমদের জাগরণের উদ্দেশ্যে লেখকরা ইসলামের ইতিহাস, সাহিত্য, দর্শন বিষয়ে লেখা প্রকাশ করা হত।[১]
লেখকবৃন্দ
[সম্পাদনা]সম্পাদক সৈয়দ এমদাদ আলী ছাড়াও পত্রিকায় কাজী ইমদাদুল হক, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ আসাদ আলী ও অন্যান্যদের লেখা প্রকাশ হত।[১]