দ্য রেড ফাইলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য রেড ফাইলস
প্রচারণা পোস্টার
পরিচালককিংশুক দে
প্রযোজক
  • মিনু পারেখ
  • নিলেশ পারেখ
শ্রেষ্ঠাংশে
সুরকারসৌম্য ঋত
চিত্রগ্রাহকশুভদীপ নস্কর
সম্পাদকঅমিত নস্কর
প্রযোজনা
কোম্পানি
ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট
মুক্তি
  • ২৯ মার্চ ২০২৪ (2024-03-29)
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

দ্য রেড ফাইলস ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দেব্লুবেরিজ এন্টারটেনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন মিনু পারেখ ও নিলেশ পারেখ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার প্রমুখ। ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত, কণ্ঠ শিল্পী নচিকেতা চক্রবর্তীলগ্নজিতা চক্রবর্তী[১][২] এই ছবিতে ১৯৯০ এর বানতলার নৃশংস ধর্ষণ ও খুনের কাহিনি তুলে ধরা হয়েছে, যা ২০২৪ সালের ২৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩][৪]

ছবির সৃজনশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনায় সংযুক্তা দেব রায়। সম্পাদনা করছেন অমিত নস্কর।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

২০২৪ সালের ১৪ই মার্চ দক্ষিণ কলকাতার এক প্রখ্যাত পাব- এ ট্রেলার প্রকাশ করা হয়।[৩] চলচ্চিত্রটি ২০২৪ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bharat, E. T. V. (২০২৩-১২-১২)। "টিজারেই আশা জাগাচ্ছে 'দ্য রেড ফাইলস', বানতলা ধর্ষণকাণ্ড নিয়ে ছবির মুক্তি কবে ?"ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  2. "The Red Files : 'দ্য রেড ফাইলস', ছবির পোস্টার লঞ্চে চাঁদের হাট"Zee24Ghanta.com। ২০২২-১২-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  3. "Tollywood: প্রকাশ্যে 'দ্য রেড ফাইলস' ছবির ট্রেলার, খুলতে বানতলা ধর্ষণের ফাইলস"aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  4. "কিংশুক দে'র হাত ধরে বড় পর্দায় বানতলার স্মৃতি! ধর্ষণ, রাজনীতি আর কোর্টরুম ড্রামা নিয়ে হাজির হচ্ছে 'দ্য রেড ফাইলস্'"আনন্দবাজার পত্রিকা। ১৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]