দ্য বেঙ্গল হুরকারু অ্যান্ড ক্রনিকল
অবয়ব
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
প্রতিষ্ঠাতা | হিউ বয়েড |
প্রতিষ্ঠাকাল | ১৯ ফেব্রু ১৭৯৫ |
ভাষা | ইংরেজি |
প্রকাশনা স্থগিত | ডিসেম্বর ১৮৬৬ |
সদর দপ্তর | কলকাতা |
দেশ | ভারত |
বেঙ্গল হুরকারু অ্যান্ড ক্রনিকল (প্রায়শই সংক্ষেপে বেঙ্গল হুরকারু ) ছিল ১৭৯৫ থেকে ১৮৬৬ সাল [১] পর্যন্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি ভাষার সংবাদপত্র।
কাগজটির মূলত নাম ছিল দ্য বেঙ্গল হুরকারু, কিন্তু ১৮২৭ সালে কলকাতার আরেকটি কাগজ, দ্য বেঙ্গল ক্রনিকল -এর শোষণের পর, নাম পরিবর্তন করা হয়। কাগজটির নাম বাংলা শব্দ হুরকারু ব্যবহার করে, যা ফার্সি হরকরা (বার্তাবাহক) থেকে এসেছে। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Bengal Hurkaru. Volume 11, Number 520, Tuesday, January 1, 1805" (ইংরেজি ভাষায়)। ১৮০৫-০১-০১। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৬।