দ্বিপরমাণুক অণু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্বিপরমাণুক অণু ডাইনাইট্রোজেনের (N2) একটি স্পেস-ফিলিং মডেল।

দ্বিপরমাণুক অণু হলো মাত্র দুটি পরমাণুর সমন্বয়ে গঠিত অণু। দুটি পরমাণু একই রাসায়নিক মৌলের হতে পারে বা বিভিন্ন রাসায়নিক মৌলের হতে পারে। যদি দ্বিপরমাণুক অণুটি একই মৌলের দুটি পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, যেমন হাইড্রোজেন (H2) বা অক্সিজেন (O2), তাহলে তাকে স্বতঃসমূহগত (homonuclear) বলা হয়। অন্যথায়, যদি দ্বিপরমাণুক অণুটি দুটি ভিন্ন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, যেমন কার্বন মনোক্সাইড (CO) বা নাইট্রিক অক্সাইড (NO), তাহলে অণুটিকে বিভিন্নসমূহগত (heteronuclear) বলা হয়। স্বতঃসমূহগত দ্বিপরমাণুক অণুতে বন্ধনটি অধ্রুব হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]