এই নিবন্ধটি আরও সহজগম্য করতে, বিষয় অনুসারে অনুচ্ছেদে ভাগ করা উচিত। অনুগ্রহ করে উইকিপিডিয়ার রচনাশৈলী নির্দেশনা অনুযায়ী অধ্যায় শিরোনাম মানোন্নয়নে সাহায্য করুন।(নভেম্বর ২০১৮)
এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্যতার সাধারণ নির্দেশাবলী অনুসরণ করে নাই। যদি কোনো ব্যবহারকারী এই বিষয় সম্পর্কে জানেন, তাহলে দয়াকরে এ নিবন্ধটি উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য প্রসারিত করুন, বিশ্বস্ত সূত্র থেকে সত্যতা প্রমাণ করুন। যদি উল্লেখযোগ্যতা প্রমাণ না হয়, তাহলে এ নিবন্ধটি মুছে ফেলার নীতি অনুযায়ী মুছে ফেলার যোগ্য বলে বিবেচিত হবে অথবা একীকরণ করা হবে।(নভেম্বর ২০১৮)
এই নিবন্ধটি পাঠকের কাছে বিভ্রান্তিকর বা অবোধ্য বলে মনে হতে পারে। এর বিভ্রান্তি নিরসন করতে আমাদের সহায়তা করুন; নিবন্ধের আলাপ পাতায় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকতে পারে।(নভেম্বর ২০১৮)
দ্পাল-ল্দান-র্দো-র্জের পিতার নাম ছিল দ্পাল-'ব্যোর-ব্জাং-পো (ওয়াইলি: dpal 'byor bzang po) এবং মাতার নাম ছিল স্ক্যেদ-পা-দ্পাল (ওয়াইলি: skyed pa dpal)। জন্মের সময় তার নাম রাখা হয় র্দো-র্জে-সা-ব্র্তান (ওয়াইলি: rdo rje sa brtan)। আট বছর বয়সে তিনি কুন-দ্গা'-ব্ক্রা-শিস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: kun dga' bkra shis rgyal mtshan) নামক ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। এরপর তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে গুণমতি নামক ভিক্ষুর নিকট তন্ত্র ও সূত্র এবং 'জাম-দ্ব্যাংস-সাংস-র্গ্যাস-গ্রুব (ওয়াইলি: 'jam dbyangs sangs rgyas grub) নামক ভিক্ষুর নিকট প্রজ্ঞাপারমিতা, প্রতিমোক্ষ ও অভিধর্ম সম্বন্ধে শিক্ষালাভ করেন। উনিশ বছর বয়সে তিনি কুন-দ্গা'-ব্জাং-পো নামক ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের প্রথম প্রধানের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন।। এই সময় তিনি ছোস-র্জে-গ্ঝোন-নু-সেং-গে (ওয়াইলি: chos rje gzhon nu seng ge) নামক ভিক্ষুর নিকট চক্রসম্বর ও গুহ্যসমাজতন্ত্র এবং নাম-ম্খা'-সেং-গে (ওয়াইলি: nam mkha' seng ge) নামক ভিক্ষুর নিকট মার্গফল সম্বন্ধে অধ্যয়ন করেন। এছাড়া তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন খা-ছার-বা-ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শান (ওয়াইলি: kha char ba bsod nams rgyal mtshan), মুস-ছেন-সেম্স-দ্পা'-ছেন-পো-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান নামক দ্বিতীয় ঙ্গোর-ছেন এবং 'জাম-দ্ব্যাংস-শেস-রাব-র্গ্যা-ম্ত্শো নামক তৃতীয় ঙ্গোর-ছেন। ১৪৬৭ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান নির্বাচিত হন ও এই পদে তিনি পনেরো বছর থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন দ্কোন-ম্ছোগ-'ফেল-বাওয়াইলি: dkon mchog 'phel ba) নামক সপ্তম ঙ্গোর-ছেন, ছু-মিগ-পা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: chu mig pa dbang phyug rgyal mtshan), র্ত্সে-থাং-রাম-'ব্যাম্স-পা-সেং-গে-ল্হুন-দ্রুব (ওয়াইলি: rtse thang ram 'byams pa seng ge lhun drub) প্রভৃতি।[১]
↑Namgyal, Tsering (2012-07)। "The Fifth Ngor Khenchen, Pelden Dorje"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-01।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)