বিষয়বস্তুতে চলুন

দৌলতপুর দিবা নৈশ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৌলতপুর দিবা নৈশ কলেজ
দৌলতপুর দিবা নৈশ কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৬৯
অধ্যক্ষআ স ম আনিসুর রহমান
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়,
ওয়েবসাইটwww.daulatpurcollege.edu.bd

দৌলতপুর দিবা নৈশ কলেজ খুলনা যশোর মহাসড়কের দক্ষিণ পার্শে অবস্থিত। [১]

এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN, হল 116953। 01 জুলাই, 1969-এ এটি প্রথম চালু হয়। প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রে শিক্ষা প্রদান করে: বিজনেস স্টাডিজ, মানবিক, বিজ্ঞান। এর এমপিও নম্বর 6003013202।

দৌলতপুর কলেজ যশোর শিক্ষা বোর্ডের অধীনে।

এই ইনস্টিটিউটের ব্যবস্থাপনার ধরন হল গভর্নিং বডি।

দৌলতপুর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই ইনস্টিটিউটের কলেজ কোড হল 0324। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এবং পাস কোর্সগুলি অফার করে: বাংলা (1001), ইংরেজি (1101), ইতিহাস (1501), ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি (1601), দর্শন (1701), রাষ্ট্রবিজ্ঞান (1901) , সমাজকর্ম (2101), অর্থনীতি (2201), অ্যাকাউন্টিং (2501), ব্যবস্থাপনা (2601)।

ইতিহাস[সম্পাদনা]

ভবন ও শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রতিষ্ঠান পরিচিতি"http://www.nubd.info। ২০১৮-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৪  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)