দৌলতপুর থানা, কুষ্টিয়া
অবয়ব
দৌলতপুর | |
---|---|
থানা | |
বাংলাদেশে দৌলতপুর থানা, কুষ্টিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°০′৬.৫০২০″ উত্তর ৮৮°৫২′৩৬.০৮৩৬″ পূর্ব / ২৪.০০১৮০৬১১১° উত্তর ৮৮.৮৭৬৬৮৯৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা |
জেলা | কুষ্টিয়া |
উপজেলা | দৌলতপুর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দৌলতপুর থানা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি থানা। দৌলতপুর উপজেলা নিয়ে এই থানা গঠিত হয়েছে। আয়তনের দিক দিয়ে এটি কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় থানা।
আওতাধীন এলাকা
[সম্পাদনা]দৌলতপুর থানার অধীনে ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো হলো -
- আড়িয়া ইউনিয়ন
- আদাবাড়িয়া ইউনিয়ন
- খলিষাকুন্ডি ইউনিয়ন
- চিলমারী ইউনিয়ন
- দৌলতপুর ইউনিয়ন
- পিয়ারপুর ইউনিয়ন
- ফিলিপনগর ইউনিয়ন
- বোয়ালিয়া ইউনিয়ন
- মথুরাপুর ইউনিয়ন
- মরিচা ইউনিয়ন
- রামকৃষ্ণপুর ইউনিয়ন
- রেফাইতপুর ইউনিয়ন
- হোগলবাড়ীয়া ইউনিয়ন
পুলিশ ক্যাম্প সমূহ
[সম্পাদনা]দৌলতপুর থানায় ৪টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।[১]
স্থায়ী পুলিশ ক্যাম্প
[সম্পাদনা]- কালিদাসপুর পুলিশ ক্যাম্প
- দিঘলকান্দি পুলিশ ক্যাম্প
- পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প
- শ্যামপুর পুলিশ ক্যাম্প
অস্থায়ী পুলিশ ক্যাম্প
[সম্পাদনা]- খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প
- তেকালা পুলিশ ক্যাম্প
- মথুরাপুর পুলিশ ক্যাম্প
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুষ্টিয়া জেলার ক্যাম্প সমূহের নাম"। জেলা পুলিশ, কুষ্টিয়া। ২০২৩-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।