দোলনচাঁপা
দোলনচাঁপা | |
---|---|
![]() |
|
Hedychium coronarium | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
(শ্রেণীবিহীন): | সপুষ্পক উদ্ভিদ |
(শ্রেণীবিহীন): | Monocots |
(শ্রেণীবিহীন): | Commelinids |
বর্গ: | Zingiberales |
পরিবার: | Zingiberaceae |
গণ: | Hedychium |
প্রজাতি: | H. coronarium |
দ্বিপদী নাম | |
Hedychium coronarium J. Koenig |
দোলনচাঁপা বা দোলনচাপা এক প্রকার ফুল। দোলনচাঁপা গাছের বৈজ্ঞানিক নাম Hedychium coronarium; এটি Zingiberaceae পরিবারের অন্তর্ভুক্ত। এর অন্যান্য নামের মধ্যে Butterfly Ginger Lily, White Ginger Lily, Dolan champa ইত্যাদি উল্লেখযোগ্য। এর আদি নিবাস নেপাল ও ভারতের, হিমালয় অঞ্চল। এটি ব্রাজিলে প্রথম নেয়া হয় ক্রীতদাস যুগে; যেখানে ক্রীতদাসগণ এর পাতাকে তোষকের মত ব্যবহার করতেন। বর্তমানে ব্রাজিলে এর ব্যাপকতা একে রাক্ষুসে আগাছারূপে পরিচিত করেছে । হাওয়াই অঞ্চলেও একে আগাছা গণ্য করা হয়। এটি কিউবার জাতীয় ফুল। স্পেনীয় উপনবেশ আমলে নারীরা এই ফুলের মধ্যে গোপন বার্তা লুকিয়ে আদান প্রদান করতেন।[১]
পরিচ্ছেদসমূহ
বর্ণনা[সম্পাদনা]
দোলনচাঁপা গাছ আদার মতো রাইজোম বা কন্দ থেকে গজায়। এটি ১ থেকে ২ মিটার লম্বা হয়ে থাকে। এর পাতা বল্লমাকৃতির এবং অগ্রভাগ সূঁচালো। পাতার আকার ২০-৬১ সেমি লম্বা এবং ৫-১৩ সেমি চওড়া। গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত এতে গুচ্ছফুল আসে, ফুল ফোটে সন্ধ্যায়। ফুলে হালকা মিষ্টি সুবাস আছে। ফুলের গুচ্ছ ১৫-৩০ সেমি লম্বা হয়। চার পাপড়ি বিশিষ্ট প্রতিটি সাদা ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো; তাই একে ইংরেজিতে বাটারফ্লাই জিঙ্গার লিলী (butterfly ginger lily) বলা হয়। ফুল ঝরে গিয়ে বীজাধার উন্মুক্ত হয়; যাতে উজ্জ্বল লাল রঙের অনেকগুলো বীজ হয়।[২]
বিস্তার[সম্পাদনা]
এটি আদিতে ভারতবর্ষের ফুল হলেও দুনিয়ার বহু জায়গায় বিস্তার লাভ করেছে, যেমন- ফ্লোরিডা, ক্যারিবিয়ান অঞ্চল, গল্ফ কোস্টসহ দুনিয়ার সমগ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল। এটি ইউরোপ ও উত্তর আমেরিকার অল্প ঠান্ডা অঞ্চলেও জন্মে; তবে শীতকালে মরে যায় এবং গ্রীষ্মে আবার গজিয়ে ওঠে।[২]
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে দোলনচাঁপা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্যে রয়েছে: Hedychium coronarium |