দোচালা ছোট আহ্নিক মন্দির, পুঠিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দোচালা ছোট আহ্নিক মন্দির বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মন্দির চত্বরের অন্যতম হিন্দু মন্দির। মহারানি হেমন্ত কুমারীর বাসগৃহের উত্তর-পশ্চিম কোণের সাথে সংলগ্ন মন্দিরটি পূর্বদিকে মুখ করে অবস্থিত। আয়তাকার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মন্দিরটি ১৭৯০ দশক থেকে ১৮০০ এর দশকের মধ্যে নির্মিত বলে ধারণা করা হয়। মন্দিরের পূর্ব ও দক্ষিণ দ্বারে ধনুকাকৃতির খিলান রয়েছে। পূর্ব ও দক্ষিণ দ্বারের সম্মুখভাগ টেরাকোটা শোভিত। টেরাকোটায় রাধা-কৃষ্ণ-বলরামের কাহিনী, রামায়ণের কাহিনী ও বড় গোবিন্দ মন্দিরের মতো ফুলের মোটিফ খোদাই করা। মন্দিরের ছাদ বাঁকানো কিনারাযুক্ত দোচালা ধরনের।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Alam, Mahmamuda, Puthia temple complex: Developing tourism through architecture (পিডিএফ), BRAC University, পৃষ্ঠা 27, ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১১ মে ২০১৫ 
  2. "Puthia Rajbari"Do-Chala Chhota Ahnik Mandir। Rajshahi University Web Page। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫