বিষয়বস্তুতে চলুন

দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অব বেঙ্গল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অব বেঙ্গল
পরিচালকসুভ্রজিৎ মিত্র
প্রযোজকঅনিরুদ্ধ দাশগুপ্ত
অপর্ণা দাশগুপ্ত
রচয়িতাসুভ্রজিৎ মিত্র
চিত্রনাট্যকারসুভ্রজিৎ মিত্র
কাহিনিকারবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উৎসবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী
শ্রেষ্ঠাংশেশ্রাবন্তী চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সম্পাদকসুজয় দত্ত রায়
প্রযোজনা
কোম্পানি
এডিটেড মোশন পিকচার্স
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়$২৫ লাখ[১]

দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অব বেঙ্গল (অনু. দেবী চৌধুরানী: বাংলার দস্যুরানি[২]) হল সুভ্রজিৎ মিত্র কর্তৃক রচিত ও নির্দেশিত একটি আসন্ন ভারতীয় বাংলা ইতিহাস ভিত্তিক নাটকীয় চলচ্চিত্র।[১][৩] এটি অনিরুদ্ধ দাশগুপ্ত ও অপর্ণা দাশগুপ্ত প্রযোজনা করেছেন।[১] চলচ্চিত্রটির শ্রেষ্ঠাংশে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীঅর্জুন চক্রবর্তী রয়েছেন।

দেবী চৌধুরানী ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এটি মূল বাংলা ভাষার সংস্করণ ব্যতীত মোট ৬ টি ভাষায় মুক্তি পাবে।

অভিনয়ে

[সম্পাদনা]

উৎপাদন

[সম্পাদনা]

উন্নয়ন

[সম্পাদনা]

২০২৩ সালের অগাস্ট মাসে, প্রকাশিত হয়েছিল যে নভেম্বর মাসে চিত্রগ্রহণ শুরু হবে। ছবিটি এডিটেড মোশন পিকচার্সের ব্যানারে অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্ত চলচ্চিত্রটি প্রযোজনা করেন, এবং এইচসি ফিল্মস লিমিটেডের ব্যানারে হাসান চৌধুরী সহ-প্রযোজনা করেন। দেবী চৌধুরানী সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে একটি, যা ₹২০ কোটির বাজেটে তৈরি করা হয়েছিল।[৮]

সুভ্রজিৎ মিত্র নির্দেশনার পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন; এছাড়া সংলাপগুলিও রচনা করেন। প্রদ্যুম্ন কুমার সোয়াইনকে অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে নিয়োগ করা হয়েছিল।[৯]

কলাকুশলী নির্বাচন

[সম্পাদনা]

চলচ্চিত্রটি সব্যসাচী চক্রবর্তীর পুনরায় চলচ্চিত্রে অভিষেককে চিহ্নিত করে।[৬][১০][১১] সব্যসাচী চক্রবর্তী ২০২৩ সালের জানুয়ারি মাসে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবে তিনি সংবাদমাধ্যমকে জানান যে "তিনি চলচ্চিত্র থেকে কিছু সময়কালের জন্য অবসর গ্রহণ করবেন"।[১২][১৩][১৪] তবে দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অব বেঙ্গল-এর পরিচালক শুভ্রজিৎ মিত্র ২০২৩ সালের মে মাসে সব্যসাচী চক্রবর্তীকে জমিদার হরবল্লভ চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। দেবী চৌধুরানীর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করবেন,[৫] যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী পাঠক হিসাবে থাকবেন।[১][৪] রঙ্গরাজের ভূমিকায় প্রথমে ইন্দ্রনীল সেনগুপ্তকে নির্বাচিত করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত অভিনেতা অর্জুন চক্রবর্তীকে রঙ্গরাজের ভূমিকায় অভিনয়ের জন্য অন্তর্ভুক্ত করা হয়।[৭][১৫][১৬]

দৃশ্য ধারণ

[সম্পাদনা]

প্রায় ২৫০ জন ক্রু সদস্য নিয়ে, ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ছবিটির দৃশ্য ধারণ শুরু করার পরিকল্পনা করা হয়েছিল। তবে বিলম্ব দেখা দেয়, এবং শুটিংকে ২০২৪ সালের জানুয়ারি মাসে ঠেলে দেয়।[৮] ছবির দৃশ্য ধারণ ২০২৪ সালের ২৭ জানুয়ারি উত্তর কলকাতায় জিমি লাহার বাড়িতে শুরু হয়েছিল। সেই সময় শুটে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ ও দর্শনা বণিক। পুরুলিয়া জেলায় ২৮ জানুয়ারি প্রথম ধাপের অবশিষ্ট দৃশ্য ধারণের জন্য কলাকুশলীগণ ও প্রোডাকশন টিম পৌঁছায়, এবং শুরু হয় দৃশ্য ধারণ। দৃশ্য ধারণে শ্রাবন্তীর সঙ্গে ছিলেন বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও তার পাদদেশে চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়; দৃশ্য ধারণ হয়েছে গভীর জঙ্গলেও। এখানে লড়াইয়ের কিছু দৃশ্য ধারণ করা হয়েছে; যেখানে তলোয়ার ও ধনুক দ্বারা লড়াইয়ের দৃশ্য রয়েছে। পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে ২৮ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে দৃশ্য ধারণ করা হয়েছিল।[১৭]

দ্বিতীয় দফার শুটিং হয় পশ্চিমবঙ্গের বীরভূম ও কলকাতা, এবং ঝাড়খণ্ড ও বিহার রাজ্যে।[১৮] এই দফার শুটিং-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যোগ দিয়েছিলেন, যিনি মুখ্য ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন।[১৭]

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২৪ সালে ৭টি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।[১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Naman Ramachandran (৫ এপ্রিল ২০২৩)। "'Bandit Queen of Bengal' Project Sets Fall Start (EXCLUSIVE)"variety.com (ইংরেজি ভাষায়)। Variety। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  2. হাসান, এইচ এম শরিফুল। "বাংলার 'দস্যুরানি'- দেবী চৌধুরানী"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৪ 
  3. "দেবী চৌধুরানীতে মিলে যাবে ইতিহাস-উপন্যাস, ইঙ্গিত মিলল পরিচালক শুভ্রজিতের কথায়"। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  4. "দেবী চৌধুরানী শ্রাবন্তী, ভবানী পাঠক প্রসেনজিৎ! সিনেমায় থাকছেন ভিকি কৌশলের বাবাও"bangla.hindustantimes.com। ২৫ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  5. "Subrajit Mitra all praise for Srabanti Chatterjees dedication eagerly waiting to start 'Devi Chowdhurani' shoot"timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। The Times of India। ১১ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  6. "Sabyasachi Chakraborty: Feels great to be a part of 'Devi Chowdhurani', I know Subhrajit will do justice to the original story"timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। The Times of India। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  7. "Arjun Chakrabarty joins 'Devi Chowdhurani' cast"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। ১৪ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  8. Halder, Deep (৩১ আগস্ট ২০২৩)। "Bengali films avoid Hindu themes. But Subhrajit Mitra's Devi Chowdhurani set to change that"ThePrint। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  9. "'Adipurush' action director Pradyumna Kumar Swain joins yet another epic period drama, deets inside"। ২১ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  10. "পর্দায় ফিরতে প্রচণ্ড ভয়! দেবী চৌধুরানিতে 'কামব্যাক' প্রসঙ্গে কী বললেন সব্যসাচী?"www.eisamay.com। Kolkata: Eisamay। ১০ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  11. "বিরতি কাটিয়ে পর্দায় আসছেন সব্যসাচী, কোন বেশে ধরা দেবেন 'দেবী চৌধুরানী'তে"bangla.hindustantimes.com। Kolkata: Hindustan Times - Bangla। ১০ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  12. "অভিনয় জীবন থেকে বিদায় নিচ্ছি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল, বললেন সব্যসাচী"Anandabazar। Kolkata: Anandabazar Patrika। ২ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  13. "অভিনয় থেকে অবসর সব্যসাচীর, বাবার সিদ্ধান্তে গৌরব বললেন…"bangla.hindustantimes.com। Kolkata: Hindustan Times - Bangla। ১৭ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  14. "অভিনয় ছাড়ছেন সব্যসাচী চক্রবর্তী, 'বিদায়' লাইট-ক্যামেরা-অ্যাকশনকে"bengali.indianexpress.com। Kolkata: The Indian Express - Bengali। ১৬ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  15. "'রঙ্গরাজ হিসেবে শ্রেষ্ঠ অর্জুন..', 'দেবী চৌধুরানী'তে একের পর এক চমক! চূড়ান্ত খাটছেন শ্রাবন্তীও"bengali.indianexpress.com। Kolkata: The Indian Express - Bengali। ১১ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  16. "রঙ্গরাজ বদল! শুভ্রজিতের দেবী চৌধুরানীতে এবার ইন্দ্রনীলের জায়গায় অর্জুন, হঠাৎ হল কী"bangla.hindustantimes.com। Kolkata: Hindustan Times - Bangla। ১১ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩ 
  17. "সারাদিনে ৪টি ডিম, জল প্রায় খাইনি! 'দেবী চৌধুরাণী'র শুটের অভিজ্ঞতায় বিবৃতি"www.aajkaal.in। ৮ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  18. "পুরুলিয়ায় 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং সেরে তৃপ্ত শুভ্রজিৎ"ETV Bharat। Kolkata। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  19. "A galaxy of stars onboard for Subhrajit Mitra's 'Devi Chowdhurani' period drama"The Times of India। ২০২৩-০৩-০৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]