দার্দানেলেস প্রণালী
দার্দানেলেস প্রণালী | |
---|---|
স্থানাঙ্ক | ৪০°১২′ উত্তর ২৬°২৪′ পূর্ব / ৪০.২° উত্তর ২৬.৪° পূর্ব |
ধরন | প্রণালী |
অববাহিকার দেশসমূহ | তুরস্ক |
সর্বাধিক দৈর্ঘ্য | ৬১ কিমি (৩৮ মা) |
ন্যূনতম প্রস্থ | ১.২ কিমি (০.৭৫ মা) |
দার্দানেলেস প্রণালী (তুর্কি: Çanakkale Boğazı, আক্ষ. 'Strait of Çanakkale', গ্রিক: Δαρδανέλλια) হলো একটি সরু, প্রাকৃতিক প্রণালী যা হলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুরস্কে অবস্থিত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথ। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে মহাদেশীয় সীমানা তৈরি করে এবং এশীয় তুরস্ক ও ইউরোপীয় তুরস্ককে আলাদা করে।
পৃথিবীর এই একটি সরুতম প্রণালী আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হয়।দার্দানেলাস প্রণালী মার্মারা সাগরকে এজিয়ান সাগর ও ভূমধ্যসাগরের সাথে সংযোগ করে।তেমনি এর পার্শবর্তী বসফরাস প্রণালী মার্মারা সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করে। দার্দানেলাস প্রণালী ৬১ কিলোমিটার (৩৮ মা) দীর্ঘ এবং গড়ে ১.২ থেকে ৬ কিলোমিটার (০.৭৫ থেকে ৩.৭৩ মা) প্রশস্ত।এছাড়া এর গড় গভীরতা ৫৫ মিটার (১৮০ ফু) এবং সর্বোচ্চ গভীরতা ১০৩ মিটার (৩৩৮ ফু)।এর সবচেয়ে সরু অঞ্চল Çanakkale শহরের পাশাপাশি অবস্থিত।