দয়া সান্দাগিরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দয়া সান্দাগিরি
মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ব্লু রিজে দয়া (বাঁয়ে)
জন্ম (1946-09-01) ১ সেপ্টেম্বর ১৯৪৬ (বয়স ৭৭)[১]
আনুগত্য শ্রীলঙ্কা
সেবা/শাখা শ্রীলঙ্কা নৌবাহিনী
কার্যকাল১৯৭৩-২০০৫
পদমর্যাদা অ্যাডমিরাল
সার্ভিস নম্বরএনআরএক্স ০০২৮[২]
নেতৃত্বসমূহশ্রীলঙ্কীয় নৌবাহিনীর কমান্ডার
যুদ্ধ/সংগ্রামশ্রীলঙ্কার গৃহযুদ্ধ
পুরস্কার বিশিষ্ট সেবা বিভূষণ
উত্তম সেবা পদক
পূর্ণ ভূমি পদক
দাম্পত্য সঙ্গীপার্ল সান্দাগিরি
সন্তান

অ্যাডমিরাল দয়া ডব্লিউ. কে. সান্দাগিরি শ্রীলঙ্কা নৌবাহিনীর ১৪তম কমান্ডার ছিলেন। তিনি ভেয়ানগোদাতে জন্মগ্রহণ করেন এবং ভেয়ানগোদার সেন্ট ম্যারি মহাবিদ্যালয় এবং কেগাল্লের কেগালু বিদ্যালয়তে পড়াশোনা করেন।[৩][৪] ১৯৬৬ সালের ১৪ নভেম্বর দয়া তৎকালীন সিলন নেভিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন, তিনি নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমীতে যোগ দান করা প্রথম ক্যাডেট ব্যাচের একজন। ১৯৬৯ সালের ১ জুলাই তিনি মিডশিপম্যান হন এবং ১৯৭২ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন।[১]

নৌবাহিনীর কমান্ডার হিসেবে ভাইস অ্যাডমিরাল পদবীতে তিনি মোট চার বছর আট মাস ছিলেন। নৌবাহিনীর কমান্ডার থেকে তিনি চীফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব পান এবং তাকে পূর্ণ অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়।[৫] তিনি ২০০৫ সালের ১২ জুন নৌবাহিনী থেকে অবসর প্রাপ্ত হন।[৬] তিনি ২০০৬ সালে জেনারেল স্যার জন কোটলেওয়ালা প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন নৌবাহিনী থেকে অবসরের পরে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chancellor: Admiral Daya Sandagiri"kdu.ac.lk। General Sri John Kotelawala Defence University। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Travis Sinniah to have shortest tenure?"Sri Lanka Mirror। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  3. https://www.army.lk/news/first-naval-chief-assumes-duties-new-chief-defence-staff
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 
  5. "Daya Sandagiri promoted to Admiral"Daily News Online। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "President appoints new Navy Commander"priu.gov.lk। ৩০ ডিসেম্বর ২০০০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯