নেভাল অ্যান্ড ম্যারিটাইম অ্যাকাডেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমী, শ্রীলঙ্কা
সক্রিয়১৫ জানুয়ারী ১৯৬৭ - বর্তমান
দেশশ্রীলঙ্কা
ধরননৌ সামরিক প্রশিক্ষণ
ভূমিকানৌ কর্মকর্তা প্রশিক্ষণ (মৌলিক নৌ প্রশিক্ষণ)
গ্যারিসন/সদরদপ্তরএসএলএন ডকইয়ার্ড, ত্রিনকোমালি, শ্রীলঙ্কা
ডাকনামএনএমএ
নীতিবাক্যশ্রীলঙ্কার নৌসেনাদের শক্তি
বার্ষিকী১৫ জুলাই
কমান্ডার
অধিনায়কএকজন কমোডোর

নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমী হচ্ছে শ্রীলঙ্কা নৌবাহিনীর কর্মকর্তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র; ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই একাডেমী ২০০১ সালে পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এটি ত্রিনকোমালিতে অবস্থিত।

শ্রীলঙ্কা নৌবাহিনীর জন্ম ১৯৪৮ সালে হলেও শ্রীলঙ্কাতে নৌ একাডেমী না থাকায় কর্মকর্তাদের প্রশিক্ষণ যুক্তরাজ্যে (রয়্যাল নেভাল কলেজ) হতো, যদিও নাবিকদের প্রশিক্ষণ পুনাওয়ার এসএলএনএস শিকশাতে হতো। কমান্ডার এম. জি. এস. পেরেরা নামের একজন সিংহলী নৌ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় এই একাডেমী শ্রীলঙ্কান নেভাল স্কুল নামে ১৯৬৭ সালে তৈরি হয়।[১][২]

আড়াই বছর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী ক্যাডেটদেরকে অ্যাক্টিং সাব লেঃ পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Naval and Maritime Academy of SLN reaches Par Excellence"Sri Lanka Navy। ৭ মার্চ ২০০৮। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  2. Weliwitigoda, M. H. (১০ আগস্ট ২০০৪)। "Instructor Commander M. G. S. Perera - the founder of the Naval Academy"Daily NewsAssociated Newspapers of Ceylon Limited। ৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  3. "Naval and Maritime Academy (NMA) Receives ISO 9001:2000"Ministry of Defence and Urban Development। ৩০ ডিসেম্বর ২০১০। ১৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫