এইচ. সি. এ. সি. থিসেরা
অ্যাডমিরাল এইচ. সি. এ. কেকিল থিসেরা ভিএসভি, ইউএসপি, এনডিসি | |
---|---|
জন্ম | [১] | ১১ মার্চ ১৯৪৭
আনুগত্য | শ্রীলঙ্কা |
সেবা/ | শ্রীলঙ্কা নৌবাহিনী |
পদমর্যাদা | অ্যাডমিরাল |
সার্ভিস নম্বর | এনআরএক্স ০০২৬[১] |
নেতৃত্বসমূহ | শ্রীলঙ্কীয় নৌবাহিনীর কমান্ডার |
অ্যাডমিরাল এইচ. সি. এ. কেকিল থিসেরা শ্রীলঙ্কা নৌবাহিনীর ১৪তম কমান্ডার ছিলেন। ১৯৬৬ সালে থিসেরা ক্যাডেট হিসেবে যোগ দেন। তিনি যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে প্রশিক্ষণ লাভ করেন ও ১৯৬৯ সালে ভারপ্রাপ্ত সাব লেফটেন্যান্ট হিসেবে শ্রীলঙ্কা নৌবাহিনীর নির্বাহী শাখায় রিজার্ভ কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি প্রথম শ্রীলঙ্কা নৌ কর্মকর্তা যিনি পাকিস্তান থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেছিলেন।[২]
১৯৯৭ সালের ২৮ জানুয়ারি থিসেরা নৌ-কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন এবং ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হন; তাকে জঙ্গি গোষ্ঠী এলটিটিই আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হত্যা করার চেষ্টা করে, যেমনটা অ্যাডমিরাল ক্ল্যান্সি ফার্নান্দোর ক্ষেত্রে হয়েছিলো তবে থিসেরা প্রাণে বেঁচে যান।[৩] ২০০০ সালের ২১ ডিসেম্বরে অবসরে যান থিসেরা এবং তার স্থলাভিষিক্ত হন ভাইস অ্যাডমিরাল দয়া সান্দাগিরি।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Travis Sinniah to have shortest tenure?"। srilankamirror.com। Sri Lanka Mirror। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
- ↑ "CATHOLIC NAMED SRI LANKA NAVY COMMANDER"। ucanews। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Sri Lankan navy chief almost killed"। United Press International। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- ↑ "Past Commanders"। navy.lk। ২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৪।
সামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী ডি. এ. এম. আর. সামারাসেকারা |
শ্রীলঙ্কীয় নৌবাহিনীর কমান্ডার ১৯৯৭-২০০০ |
উত্তরসূরী দয়া সান্দাগিরি |