বিষয়বস্তুতে চলুন

এইচ. সি. এ. সি. থিসেরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডমিরাল

এইচ. সি. এ. কেকিল থিসেরা

ভিএসভি, ইউএসপি, এনডিসি
জন্ম (1947-03-11) ১১ মার্চ ১৯৪৭ (বয়স ৭৭)[]
আনুগত্য শ্রীলঙ্কা
সেবা/শাখা শ্রীলঙ্কা নৌবাহিনী
পদমর্যাদাঅ্যাডমিরাল
সার্ভিস নম্বরএনআরএক্স ০০২৬[]
নেতৃত্বসমূহশ্রীলঙ্কীয় নৌবাহিনীর কমান্ডার

অ্যাডমিরাল এইচ. সি. এ. কেকিল থিসেরা শ্রীলঙ্কা নৌবাহিনীর ১৪তম কমান্ডার ছিলেন। ১৯৬৬ সালে থিসেরা ক্যাডেট হিসেবে যোগ দেন। তিনি যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে প্রশিক্ষণ লাভ করেন ও ১৯৬৯ সালে ভারপ্রাপ্ত সাব লেফটেন্যান্ট হিসেবে শ্রীলঙ্কা নৌবাহিনীর নির্বাহী শাখায় রিজার্ভ কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি প্রথম শ্রীলঙ্কা নৌ কর্মকর্তা যিনি পাকিস্তান থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেছিলেন।[]

১৯৯৭ সালের ২৮ জানুয়ারি থিসেরা নৌ-কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন এবং ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হন; তাকে জঙ্গি গোষ্ঠী এলটিটিই আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হত্যা করার চেষ্টা করে, যেমনটা অ্যাডমিরাল ক্ল্যান্সি ফার্নান্দোর ক্ষেত্রে হয়েছিলো তবে থিসেরা প্রাণে বেঁচে যান।[] ২০০০ সালের ২১ ডিসেম্বরে অবসরে যান থিসেরা এবং তার স্থলাভিষিক্ত হন ভাইস অ্যাডমিরাল দয়া সান্দাগিরি[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Travis Sinniah to have shortest tenure?"। srilankamirror.com। Sri Lanka Mirror। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  2. "CATHOLIC NAMED SRI LANKA NAVY COMMANDER"। ucanews। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Sri Lankan navy chief almost killed"। United Press International। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০ 
  4. "Past Commanders"। navy.lk। ২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৪ 
সামরিক দপ্তর
পূর্বসূরী
ডি. এ. এম. আর. সামারাসেকারা
শ্রীলঙ্কীয় নৌবাহিনীর কমান্ডার
১৯৯৭-২০০০
উত্তরসূরী
দয়া সান্দাগিরি