ত্রিপুরার জাতীয় সমাজতান্ত্রিক দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরার জাতীয় সমাজতান্ত্রিক দল
প্রতিষ্ঠাতাহীরেন ত্রিপুরা
প্রতিষ্ঠা২০০৩
সদর দপ্তরত্রিপুরা
ভাবাদর্শত্রিপুরী জাতীয়তাবাদ
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ত্রিপুরার জাতীয় সমাজতান্ত্রিক দল ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রাজনৈতিক দল । ২০০৩ সালের গ্রীষ্মে হীরেন্দ্র ত্রিপুরা এবং অন্যান্যরা ত্রিপুরার আদিবাসী জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে NSPT গঠিত হয়েছিল। আইএনপিটি-র অন্যতম প্রধান নেতা শ্যামচরণ ত্রিপুরা এনএসপিটির পক্ষ নিয়েছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) ত্রিপুরা উপজাতীয় অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) সদস্যদের সহায়তায়, এনএসপিটি দ্রুত টিটিএএডিসি-এর উপর নিয়ন্ত্রণ জয় করতে সক্ষম হয়েছিল।

টিটিএএডিসি-এর ২০০৫ সালের নির্বাচনে NSPT বামফ্রন্ট দ্বারা সমর্থিত চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। চারজন প্রার্থীই নির্বাচিত হয়েছেন।[১]

নাম থাকা সত্ত্বেও, নাৎসিবাদ বা " জাতীয় সমাজতন্ত্র " শব্দটির অন্য কোনো ইউরোপীয় ব্যবহারের সাথে পার্টির কোনো সম্পর্ক নেই।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tripura ADC Polls – Historic Victory Of The Left Front"। ২০ মার্চ ২০০৫। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।