তোমোকি ইওয়াতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তোমোকি ইওয়াতা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-04-07) ৭ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান উসা, জাপান
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়োকোহামা মারিনোস
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
0000–২০১৫ ওইতা ত্রিনিতা যুব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০২০ ওইতা ত্রিনিতা ১১২ (৭)
২০২১– ইয়োকোহামা মারিনোস ৩৪ (০)
জাতীয় দল
২০১৫ জাপান অনূর্ধ্ব-১৮ (০)
২০১৬ জাপান অনূর্ধ্ব-১৯ (০)
২০১৭ জাপান অনূর্ধ্ব-২৩ (০)
২০১৯– জাপান (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:০৭, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০৭, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তোমোকি ইওয়াতা (জাপানি: 岩田 智輝, ইংরেজি: Tomoki Iwata; জন্ম: ৭ এপ্রিল ১৯৯৭) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব ইয়োকোহামা মারিনোস এবং জাপান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৫ সালে, তোমোকি জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তোমোকি ইওয়াতা ১৯৯৭ সালের ৭ই এপ্রিল তারিখে জাপানের উসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

তোমোকি জাপান অনূর্ধ্ব-১৮, জাপান অনূর্ধ্ব-১৯ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৯ সালের ২০শে জুন তারিখে, ২২ বছর, ২ মাস ও ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী তোমোকি উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৯ কোপা আমেরিকার ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪][৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন[৬]; ম্যাচে তিনি ১৯ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি ২–২ গোলে ড্র করেছিল।[৮] জাপানের হয়ে অভিষেকের বছরে তোমোকি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৩১ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জাপান ২০১৯
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "選手・スタッフ – 横浜F・マリノス 公式サイト" [খেলোয়াড় / কর্মকর্তা – ইয়োকোহামা এফ মারিনোস]। f-marinos.com (জাপানি ভাষায়)। ইয়োকোহামা, কানাগাওয়া, জাপান: ইয়োকোহামা মারিনোস। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  2. "選手・スタッフ – 横浜F・マリノス 公式サイト" [২০২২ খেলোয়াড় / কর্মকর্তা – দল – ইয়োকোহামা এফ মারিনোস]। f-marinos.com (ইংরেজি ভাষায়)। ইয়োকোহামা, কানাগাওয়া, জাপান: ইয়োকোহামা মারিনোস। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  3. "Yokohama F. Marinos – J.LEAGUE" [ইয়োকোহামা এফ মারিনোস – জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  4. "Uruguay vs. Japan - 21 June 2019"Soccerway। ২১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  5. "Uruguay v Japan game report"CONMEBOL। ২০ জুন ২০১৯। 
  6. "Uruguay - Japan 2:2 (Copa América 2019 Brazil, Group C)"worldfootball.net। ২১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  7. "Uruguay - Japan, Jun 21, 2019 - Copa América 2019 - Match sheet"Transfermarkt। ২১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  8. Strack-Zimmermann, Benjamin (২০ জুন ২০১৯)। "Uruguay vs. Japan"National Football Teams। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]