তেজকুনিপাড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তেজকুনিপাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের তেজগাঁও থানার অবস্থিত একটি এলাকা । [১] [২] এর পাশে ফার্মগেট অবস্থিত।

অবস্থান[সম্পাদনা]

এর ভৌগোলিক স্থানাঙ্কগুলি হল ২৩° ৪৬' ০" উত্তর, ৯০° ২৪' ০" পূর্ব। এটি ফার্মগেট এলাকার কাছাকাছি। এর পশ্চিম দিকে মনিপুরী পাড়া , উত্তর দিকে পশ্চিম নাখালপাড়া এবং দক্ষিণ দিকে ফার্মগেট অবস্থিত।

ব্যাংক[সম্পাদনা]

অনেক গুরুত্বপূর্ণ ব্যাংক যেমন সোনালী ব্যাংক লিমিটেড, তেজকুনিপাড়ায় জনতা ব্যাংক লিমিটেড রয়েছে

শিক্ষা[সম্পাদনা]

গত পঞ্চাশ বছরে তেজকুনিপাড়া অনেক বিখ্যাত স্কুল ও কলেজের আবাসস্থল, যেমন-সরকারি বিজ্ঞান কলেজ, গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, হলি ক্রস কলেজ, বটমলি হোম গার্লস হাই স্কুল, এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

গুরুত্বপূর্ণ কাঠামো[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aedes Menace: Lack of awareness makes it worse"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৯ 
  2. "Street children demand rehabilitation"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৯