তিপ্রাল্যান্ড রাজ্য দল
তিপ্রাল্যান্ড স্টেট পার্টি (টিএসপি) ছিল ভারতের ত্রিপুরার একটি আঞ্চলিক রাজনৈতিক দল।
টিএসপির মতাদর্শ ত্রিপুরী জাতীয়তাবাদ, সামাজিক সংস্কার এবং ত্রিপুরী জাতির জন্য বিপ্লবের সাথে সম্পর্কিত। দলের প্রধান দাবি ভারতীয় সংবিধানের ৩ অনুচ্ছেদের অধীনে ত্রিপুরা উপজাতীয় অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে টিপ্রাল্যান্ড রাজ্যের মর্যাদায় উন্নীত করা। টিএসপি ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে ত্রিপুরার আদিবাসী ত্রিপুরী এলাকায় সক্রিয় ছিল।
ইতিহাস
[সম্পাদনা]দলটি ২৫ অক্টোবর, ২০১৫-এ অবসরপ্রাপ্ত ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) অফিসার চিত্ত রঞ্জন দেববর্মা এবং টুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ) এর প্রাক্তন সহ-সভাপতি, উপদেষ্টা বোর্ড, টিএসএফ দ্বারা গঠিত হয়েছিল; এক সময়ের সাধারণ সম্পাদক, ত্রিপুরা উপজাতি অফিসার্স ফোরাম। সহ-সভাপতি হলেন শ্রী সোনাচরণ দেববর্মা।
প্রতিষ্ঠাতা সভাপতি দেববর্মা।
টিএসপি নেতারা ১ এপ্রিল ২০১৮ তারিখে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে টিপ্রাল্যান্ডকে একটি রাজ্য করার দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং বিষয়টি নিয়ে আলোচনা ও বৈঠক অব্যাহত রাখার ওপর জোর দেন।[১]
দ্য ইনডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ টুইপ্রা (আইএনপিটি), টিপ্রাল্যান্ড স্টেট পার্টি (টিএসপি) এবং আইপিএফটি (টিপ্রাহা) ২০২১ সালে টিপরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট (টিপরা) পার্টির সাথে একীভূত হয়।[২][৩][৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nath, Sujit (৯ ফেব্রুয়ারি ২০১৮)। "Despite IPFT-BJP Alliance, Tipraland State Party to Contest Polls in Tripura"। News18.com। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "INPT merged with TIPRA Motha, Bijay Hrangkhal TIPRA Motha new President"। tripurainfo.com। ১২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৩।
- ↑ "Tripura: INPT announces merger with TIPRA"। Assam Tribune।
- ↑ "Tripura: INPT merges with Pradyot Kishore Deb Barman's TIPRA"। Zee News।
- ↑ "Dramatic political twists in Tripura ahead of ADC polls"। Northeast Today।